বিসিবিকে বিপিএলের টিকিট ব্যবস্থাপনা ঠিক করতে বলল এনএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
বিপিএলে টিকিট নিয়ে দর্শকেরা ম্যাচের আগে প্রায় সময়ই ভিড় করছেন মিরপুর শেরেবাংলায়। ছবি: আজকের পত্রিকা

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট নিয়ে ঝামেলা তো কাটছেই না। ম্যাচের দিন মিরপুর শেরেবাংলায় ক্ষুব্ধ দর্শকদের হামলা এখন পরিচিত ঘটনা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময় এমন অপ্রীতিকর ঘটনার ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের টনক নড়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিপিএলের টিকিট ব্যবস্থাপনা ঠিক করার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, বিপিএলের টিকিট নিয়ে গত কয়েক দিন বিসিবিতে যে হট্টগোল চলছে তাতে ক্রীড়া পরিষদ বেশ চিন্তিত। বিসিবির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তাদের ধারণা, বিপিএলে টিকিটের অব্যবস্থাপনা টুর্নামেন্টের মূল লক্ষ্যকে ব্যাহত করতে পারে। টুর্নামেন্টটি সুষ্ঠু, নির্বিঘ্নভাবে পরিচালনা করতে টিকিটের ব্যাপারে স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে বিসিবির পরিচালনা বোর্ডকে। এতে করে দর্শকেরা ম্যাচ দেখতে অনেক বেশি আগ্রহী বলে মনে করছে এনএসসি।

বিপিএলের টিকিট ব্যবস্থাপনা ঠিক করার নির্দেশ দিয়েছে এনএসসি। ছবি: এনএসসি
বিপিএলের টিকিট ব্যবস্থাপনা ঠিক করার নির্দেশ দিয়েছে এনএসসি। ছবি: এনএসসি

২০২৪ সালের ৩০ ডিসেম্বর সাত দল নিয়ে শুরু হয়েছে বিপিএল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বিসিবিতে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও আগুন দিয়েছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে গতকালও। এদিন মিরপুরে টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভক্ত-সমর্থকেরা ম্যাচ শুরুর আগে সুইমিংপুলের ২ নম্বর গেটে একটি টিকিট বুথে আগুন দিয়েছেন। অনলাইনে যাঁরা টিকিট কাটতে পারছেন না, তাঁদের জন্যই মূলত টিকিট বিক্রি করা হচ্ছিল এই বুথ থেকে। শুধু তাই নয়, সুইমিংপুল কমপ্লেক্সে ভাঙচুরও চালিয়েছেন ভক্ত-সমর্থকেরা। দর্শকদের ক্ষোভ, টিকিটের দাম বেশি কেন? পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ আসে ঘটনাস্থলে।

টিকিট দিয়ে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব দেখা গেছে শুধু মাঠের বাইরেই। ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হতে কোনো ঝামেলা হয়নি। গত তিন দিনে মিরপুরে বিপিএলের ৬ ম্যাচ হয়েছে। আজও রয়েছে দুটি ম্যাচ। তারপর দুদিনের বিরতি দিয়ে ৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত