অঙ্কনের ১৮ বলে ফিফটি, ১ বলে ১৫ খুলনার থমাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪: ২৩
Thumbnail image
১৮ বলে ফিফটি করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি: ফাইল ছবি

মাহিদুল ইসলাম অঙ্কনের লক্ষ্যই যেন ছিল একের পর এক বাউন্ডারি মারা। মিরপুর শেরেবাংলায় আজ চিটাগং কিংসের বোলারদের তুলোধুনো করে ১৮ বলে করেছেন ফিফটি। তাঁর ঝোড়ো ইনিংসে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই হচ্ছে রানের বন্যা। গতকাল টুর্নামেন্টের প্রথম দিনে দুই ম্যাচেই হয়েছে রানের বন্যা। সেই ধারাবাহিকতা দেখা গেল আজও। অঙ্কনের ঝোড়ো ফিফটিতে চিটাগংকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্স। সেই খুলনারই ওশান থমাস ১ বলে দিয়েছেন ১৫ রান। একটি করে চার ও ছক্কা হজম করেছেন ক্যারিবীয় এই পেসার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথমে ব্যাটিং পেয়ে সাবলীলভাবে এগোতে থাকেন খুলনার দু্ই ওপেনার নাঈম শেখ ও উইলিয়াম বসিস্টো। উদ্বোধনী জুটিতে এসেছে ৩৭ রান। যেখানে নাঈম একাই করেন ২৬ রান। ১৭ বলের ইনিংসে মেরেছেন ১ চার ও ৩ ছক্কা।পঞ্চম ওভারের তৃতীয় বলে নাঈমকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিস আল ইসলাম।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন খুলনার অধিনায়ক মিরাজ। বসিস্টো তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করলেও মিরাজ সেভাবে ব্যাট চালাতে পারেননি। ১১তম ওভারের চতুর্থ বলে সৈয়দ খালেদ আহমেদকে পুল করতে গিয়ে মিড উইকেটে টম ও’ কনেলের তালুবন্দী হয়েছেন মিরাজ। ১৮ বলে ১ চার ও ১ ছক্কায় খুলনার অধিনায়ক করেন ১৮ রান। দ্বিতীয় উইকেটে বসিস্টো-মিরাজের জুটি থেকে এসেছে ৩৭ বলে ৫১ রান।

মিরাজের পর ইবরাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন ধ্রুব (৮) এই দুই ব্যাটারের উইকেটও দ্রুত হারিয়ে বসে খুলনা। ১৪.২ ওভারে দলের স্কোর যখন ৪ উইকেটে ১১৭ রান, সেই মুহূর্তে ব্যাটিংয়ে নামেন অঙ্কন। ৬ নম্বরে নেমে ২২ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৪০ রানই করেছেন বাউন্ডারি থেকে। মেরেছেন ৬ ছক্কা ও ১ চার। যার মধ্যে হেলিকপ্টার শটে ছক্কা মারার ঘটনাও ঘটেছে।

পঞ্চম উইকেটে বসিস্টোর সঙ্গে ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন অঙ্কন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান করেছে খুলনা। চিটাগংয়ের খালেদ, আলিস নিয়েছেন দুটি করে উইকেট। দুজনেই ৪ ওভার বোলিং করেছেন। আলিস দিয়েছেন ১৭ রান আর ৪৫ রান খরচ করেন খালেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেটে ২৫ রান করেছে চিটাগং। যেখানে থমাস ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট। ১৮ রানের ১৫ রানই এসেছে এক বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত