বাউন্ডারি আরও বড় করতে বললেন তামিম

 ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১১: ১৮
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮: ৩০
Thumbnail image
সিলেটের বাউন্ডারি আরও বড় করার পরামর্শ তামিমের। ছবি: সংগৃহীত

বিপিএলের সিলেট পর্বে গতকাল প্রথম ম্যাচেই হয়েছিল ছক্কা রেকর্ড। সিলেট স্ট্রাইকার্স-রংপুরের রাইডার্সের ম্যাচে ছক্কা হয়েছে ৩১ টি। বিপিএলের ইতিহাসে কোনো ম্যাচে এটি সর্বোচ্চ ছক্কা রেকর্ড। প্রথম ম্যাচে এ ব্যাপারে কেউ কিছু না বললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই তামিম ইকবালের চোখে ধরা পড়ল—মাঠের ছোট বাউন্ডারি। বিপিএলে চার-ছক্কা বাড়ানোর জন্য সীমানা ছোট করে দেওয়ার কৌশল ভালো লাগেনি এই অভিজ্ঞ ক্রিকেটারের।

দুর্বার রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালকে জিতিয়ে সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গে বললেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বড় একটা জায়গাজুড়ে হলেও মাঠের সীমানা একটা খুব বড় নয়। এবারের বিপিএলে তা আরও কমিয়ে দেওয়া হয়েছে। সীমানা নাকি ছোট করা হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। প্রেস বক্স প্রান্তে তো ৩০ গজের বৃত্তের পর আর ৩০ গজও রাখা হয়নি। অথচ সীমানার বাইরে বেশ বড়সড় জায়গায়ই পড়ে আছে। চাইলেই সীমানা বড় করা যায়।

উইকেটের প্রশংসা করে তামিমের আশা সীমানা আরও বড় করে দেবে বিসিবি, ‘উইকেট এবার এত ভালো! কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই। শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’

ব্যাট হাতে গতকাল ৪৮ বলে ৮৬ রানে অসাধারণ এক ইনিংস খেলেছেন তামিম। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। দুর্বার রাজশাহীর দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ১৫ বল ও ৭ উইকেট হাতে রেখে তাড়া করেছে বরিশাল। ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন তামিম। নিজেদের তৃতীয় ম্যাচে বরিশাল পেয়েছে দ্বিতীয় জয়। সিলেট পর্বের দ্বিতীয় দিনে আজ ঢাকা ক্যাপিটালসের সঙ্গে দেখা হচ্ছে হবে রংপুর রাইডার্সের। দিনের পরের ম্যাচে তামিমের ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত