১ বলে ১৫ রান দিয়ে বিপিএলে থমাসের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৪
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৫
Thumbnail image
১ বলে ১৫ রান দিয়ে বিপিএলে বিব্রতকর রেকর্ড করেন ওশানে থমাস। ছবি: ফাইল ছবি

মিরপুরে আজ ওশান থমাসের মাথায় কিসের ভূত ভর করেছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ইনিংসের প্রথম বলটা করতে গিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেছেন তিনি। ১ বলে ক্যারিবীয় এই পেসার ১৫ রান দিয়ে নাম লিখিয়েছেন অদ্ভুত এক রেকর্ডে।

থমাসের ঘটনাটি ঘটেছে আজ চিটাগং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের ইনিংসের প্রথম বলে। চিটাগংয়ের নাঈম ইসলাম প্রথম বলেই ক্যাচ তুলে দেন। তবে নো-বলের কারণে বেঁচে যান। এরপর একের পর এক নো এবং ওয়াইড মিলে সেই এক বল থেকেই উঠল ১৫ রান। একটি করে চার ও ছক্কাও রয়েছে এর মধ্যে।

এর আগে এক বলে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড ছিল ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ বছরে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন জয়সওয়াল। সেবার নো-বল থেকে ৭ রান এবং ছক্কার মার মিলিয়ে ওই বল থেকে ভারতীয় ওপেনার করেছিলেন ১৩ রান।

নাঈম ইসলামকে শুরুতে আউট করার সুযোগ পেয়েও থমাস নো বলের কারণে উদযাপন করতে পারেননি। ফ্রি-হিটের পরের বলটি ডট দেন তিনি। এরপরই খেই হারিয়ে ফেলেন থমাস। নো-বলে ৬ রান দিয়ে শুরু। এরপর দুইটি ওয়াইড দিয়েছেন। পরে আরও একটি নো-বল থেকে ৪ হজম করেন তিনি। এ সময় স্কোরবোর্ডে ১ বলে দেখা যায় ১৫ রান।

বিব্রতকর রেকর্ডের পর একটি বৈধ ডেলিভারি করেছেন থমাস। সেটি ডট দেওয়ার পরের বলে আবার নো-বল করেন তিনি, যেটিতেও নাঈম ক্যাচ তুলে দিয়েছিলেন। আবারও জীবন পান নাঈম। ওই এক ওভারেই দ্বিতীয়বার! তবে ফ্রি-হিটের পর আর বাঁচতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নাঈমকে। ১২ বলের দীর্ঘ ওভার থেকে থমাস ১৮ রান খরচ করে নেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত