ক্রীড়া ডেস্ক
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের এবারের উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়।
রাজনীতির সঙ্গে খেলা মিশিয়ে দেওয়ায় নারী ও পুরুষ টেনিসের অভিভাবক সংস্থা বড় অঙ্কের জরিমানাও করে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবকে।
এত কিছুর পরও রুশ প্রতিভাকে আড়ালে রাখা গেল না। লন্ডনের সেন্টার কোর্টে আজ নারী এককের খেতাব জিতলেন রাশিয়াতে জন্ম নেওয়া এলেনা রাইবাকিনা। ফাইনালে আরব কন্যা ওনস জাবেউরকে ৩-৬,৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
রাইবাকিনা ২০১৮ সাল পর্যন্ত জন্মভূমি রাশিয়াকেই প্রতিনিধিত্ব করেছেন। ওই বছরই রুশ নাগরিকত্ব ছেড়ে কাজখস্তানের হয়ে যান তিনি। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়লেন রাইনাকিনা। আরব বিশ্বের প্রথম খেলায়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষাটা তাই বাড়ল জাবেউরের।
যদিও ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন জাবেউর। প্রথম সেটে রাইবাকিনাকে ৬-৩ গেমে হারান তিনি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেটে জাবেউরকে স্রেফ উড়িয়ে দেন রাইবাকিনা। অথচ নাগরিকত্ব না বদলালে দানিল মেদভেদেভ, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কারেন খাচানোভদের মতো এবারের উইম্বলডনে খেলাই হতো না তাঁর। একেই বলে সৌভাগ্য!
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের এবারের উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়।
রাজনীতির সঙ্গে খেলা মিশিয়ে দেওয়ায় নারী ও পুরুষ টেনিসের অভিভাবক সংস্থা বড় অঙ্কের জরিমানাও করে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবকে।
এত কিছুর পরও রুশ প্রতিভাকে আড়ালে রাখা গেল না। লন্ডনের সেন্টার কোর্টে আজ নারী এককের খেতাব জিতলেন রাশিয়াতে জন্ম নেওয়া এলেনা রাইবাকিনা। ফাইনালে আরব কন্যা ওনস জাবেউরকে ৩-৬,৬-২, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
রাইবাকিনা ২০১৮ সাল পর্যন্ত জন্মভূমি রাশিয়াকেই প্রতিনিধিত্ব করেছেন। ওই বছরই রুশ নাগরিকত্ব ছেড়ে কাজখস্তানের হয়ে যান তিনি। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়লেন রাইনাকিনা। আরব বিশ্বের প্রথম খেলায়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষাটা তাই বাড়ল জাবেউরের।
যদিও ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলেন জাবেউর। প্রথম সেটে রাইবাকিনাকে ৬-৩ গেমে হারান তিনি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেটে জাবেউরকে স্রেফ উড়িয়ে দেন রাইবাকিনা। অথচ নাগরিকত্ব না বদলালে দানিল মেদভেদেভ, ভিক্টোরিয়া আজারেঙ্কা, কারেন খাচানোভদের মতো এবারের উইম্বলডনে খেলাই হতো না তাঁর। একেই বলে সৌভাগ্য!
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে