Ajker Patrika

কেন দলের সঙ্গে ঢাকায় ফিরলেন না ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২: ৩০
সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়ান ধরেছেন ফাহামিদুল। ছবি: বাফুফে
সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়ান ধরেছেন ফাহামিদুল। ছবি: বাফুফে

দেশের ফুটবলে গতকাল সবচেয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর আগমন। তাঁকে নিয়েই আগ্রহের মাত্রা ছিল তীব্র। এর মাঝেই সৌদি আরব ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে জাতীয় দল। তবে ফেরেননি ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি থেকেই ইতালির উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি।

প্রাথমিক দলে ফাহামিদুলের থাকাটাই বেশ চমক জাগানিয়া ছিল। ফুটেজ দেখে কোচ হাভিয়ের কাবরেরাই বাছাই করেছিলেন তাঁকে। ১৮ বছর বয়সী এই ফুটবলার সৌদিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন গত ১১ ফেব্রুয়ারি। এক সপ্তাহের অনুশীলনে তাঁকে নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কাবরেরা। তাই ইতালি চলে যাওয়া ফাহামিদুল জায়গা পাচ্ছেন না ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।

ফাহামিদুলের ঢাকায় না আসা প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আসলে অল্প সময়ের প্রস্তুতিতে ফাহিদুলকে ম্যাচ খেলানোর আস্থা পাননি কোচ। তাঁকে একটি প্রস্তুতি ম্যাচে লেফট উইংয়ে খেলানো হয়েছে। তা ছাড়া রাইট উইংয়ে খেলেছেন। কিন্তু সব মিলিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ।’

হামজার আগমন দেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। তাই প্রবাসী ফুটবলারদের প্রতি ঝোঁকও বাড়তে থাকে। ফাহামিদুল সেখানে নতুন সংযোজন ছিলেন।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ২০ মার্চ ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে কাবরেরার দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এসপির ‘আচরণে’ বদলির হিড়িক

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত