নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার ধাক্কায় গতবারের প্রস্তাবিত ক্রীড়া বাজেটে কমেছিল ৩৫৬ কোটি টাকা। মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক নিয়মে ফিরেছে ক্রীড়াঙ্গন। সেটির ইতিবাচক প্রভাব পড়েছে বাজেটেও। ক্রীড়া খাতে আগের বছরের সংশোধিত বাজেটের চেয়ে এবার প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি টাকা। তবে বছর শেষে সেই বাজেটের বাইরে বাড়তি খরচ হয়েছে ১৬৪ কোটি টাকা। সংশোধনী বাজেট মিলিয়ে গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে মোট ১ হাজার ২৬৪ কোটি টাকা। সেই তুলনায় এবার প্রস্তাবিত বাজেটেই শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১২৮২ দশমিক ৬৩ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বেড়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের পরিমাণও।
বাজেট বক্তৃতায় ক্রীড়া বাজেট নিয়ে অর্থমন্ত্রী গতকাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীণ খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ছিল ২৮০ কোটি টাকা। এবারের অর্থবছরে ১২৬ কোটি টাকা বাড়িয়ে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা। এই অর্থ এবার খেলাধুলা আয়োজন ও খেলোয়াড়-কোচদের প্রশিক্ষণের পেছনে খরচ করতে চায় মন্ত্রণালয়, আজকের পত্রিকাকে গত পরশু সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যয় বেড়েছে প্রশাসনিক খাতেও। এবারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি টাকা।
করোনার ধাক্কায় গতবারের প্রস্তাবিত ক্রীড়া বাজেটে কমেছিল ৩৫৬ কোটি টাকা। মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক নিয়মে ফিরেছে ক্রীড়াঙ্গন। সেটির ইতিবাচক প্রভাব পড়েছে বাজেটেও। ক্রীড়া খাতে আগের বছরের সংশোধিত বাজেটের চেয়ে এবার প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে ১৭ কোটি ৪৬ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ১২২ কোটি টাকা। তবে বছর শেষে সেই বাজেটের বাইরে বাড়তি খরচ হয়েছে ১৬৪ কোটি টাকা। সংশোধনী বাজেট মিলিয়ে গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে মোট ১ হাজার ২৬৪ কোটি টাকা। সেই তুলনায় এবার প্রস্তাবিত বাজেটেই শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১২৮২ দশমিক ৬৩ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বেড়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের পরিমাণও।
বাজেট বক্তৃতায় ক্রীড়া বাজেট নিয়ে অর্থমন্ত্রী গতকাল বলেছেন, ২০২১-২২ অর্থবছরে ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ৮টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে অন্যতম হলো উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। পাশাপাশি দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা খেলোয়াড়দের প্রশিক্ষণ, গ্রামীণ খেলাধুলার মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও প্রতিভা অন্বেষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ছিল ২৮০ কোটি টাকা। এবারের অর্থবছরে ১২৬ কোটি টাকা বাড়িয়ে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা। এই অর্থ এবার খেলাধুলা আয়োজন ও খেলোয়াড়-কোচদের প্রশিক্ষণের পেছনে খরচ করতে চায় মন্ত্রণালয়, আজকের পত্রিকাকে গত পরশু সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যয় বেড়েছে প্রশাসনিক খাতেও। এবারের পরিচালন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ কোটি টাকা।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে