নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজেদের বাঁচা মরার ম্যাচেই খেই হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর তাদের বিদায়ের পথটা দেখান আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এদিন ম্যাচের ৭৪ মিনিটে মোহামেডানকে হতাশায় ডোবান ২০১৪-১৫ মৌসুমে সাদা কালো জার্সিতে খেলা আক্রমণভাগের এই ফুটবলার।
এই হারে ফেডারেশন কাপের পরের রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই শেষ হয়ে গেল মোহামেডানের। গ্রুপ ‘বি’ তে থাকা দলটি এরই মধ্যে তিন ম্যাচ থেকে তুলেছে মাত্র তিন পয়েন্ট। অন্যদিকে আবাহনী দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পরের ধাপে যাওয়ার পথটা আরও সহজ করল। এই গ্রুপে একে থাকা রহমতগঞ্জের পয়েন্টও আবাহনীর সমান ৬। মোহামেডানের বাকি আর এক ম্যাচ। ৪ ফেব্রুয়ারি তারা খেলবে ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা নেই। যদি আবাহনী ও রহমতগঞ্জ তাদের বাকি ম্যাচগুলোতে বাজে কিছুও করে, তবু অনেক হিসাব মেলাতে হবে মোহামেডানকে।
এ দিন প্রথমার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকানোয় এবং সুযোগ নষ্টে শেষ পর্যন্ত গোলশূন্য স্কোর রেখেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৭৪ মিনিটে শাহরিয়ার ইমনের নিচু ক্রস পেয়ে কাজে লাগান ইব্রাহিম। তাঁর চমৎকার এক প্লেসিংয়ে বল মোহামেডানের জাল খুঁজে নেয়। যদিও ৮৬ মিনিটে মোহামেডানের বদলি মোহাম্মদ জুয়েলের কর্নারে দিয়াবাতে গোলের সুযোগ পেয়েও হেড নিতে পারেননি। দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।
নিজেদের বাঁচা মরার ম্যাচেই খেই হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর তাদের বিদায়ের পথটা দেখান আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এদিন ম্যাচের ৭৪ মিনিটে মোহামেডানকে হতাশায় ডোবান ২০১৪-১৫ মৌসুমে সাদা কালো জার্সিতে খেলা আক্রমণভাগের এই ফুটবলার।
এই হারে ফেডারেশন কাপের পরের রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই শেষ হয়ে গেল মোহামেডানের। গ্রুপ ‘বি’ তে থাকা দলটি এরই মধ্যে তিন ম্যাচ থেকে তুলেছে মাত্র তিন পয়েন্ট। অন্যদিকে আবাহনী দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পরের ধাপে যাওয়ার পথটা আরও সহজ করল। এই গ্রুপে একে থাকা রহমতগঞ্জের পয়েন্টও আবাহনীর সমান ৬। মোহামেডানের বাকি আর এক ম্যাচ। ৪ ফেব্রুয়ারি তারা খেলবে ফকিরেরপুলের বিপক্ষে। সেই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার নিশ্চয়তা নেই। যদি আবাহনী ও রহমতগঞ্জ তাদের বাকি ম্যাচগুলোতে বাজে কিছুও করে, তবু অনেক হিসাব মেলাতে হবে মোহামেডানকে।
এ দিন প্রথমার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায়। কিন্তু গোলমুখে বারবার গোলমাল পাকানোয় এবং সুযোগ নষ্টে শেষ পর্যন্ত গোলশূন্য স্কোর রেখেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৭৪ মিনিটে শাহরিয়ার ইমনের নিচু ক্রস পেয়ে কাজে লাগান ইব্রাহিম। তাঁর চমৎকার এক প্লেসিংয়ে বল মোহামেডানের জাল খুঁজে নেয়। যদিও ৮৬ মিনিটে মোহামেডানের বদলি মোহাম্মদ জুয়েলের কর্নারে দিয়াবাতে গোলের সুযোগ পেয়েও হেড নিতে পারেননি। দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।
শহীদ আফ্রিদি কোথাও গেলে ক্যামেরার লেন্সের ফোকাস আপনাআপনি চলে যায় সেদিকে। শুধু কি তাই? ভক্ত-সমর্থকদের সেলফির আবদারও পূরণ করতে হয় তাঁকে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সেটার ব্যতিক্রম হয়নি।
৪ ঘণ্টা আগেপ্যাট কামিন্সের নেতৃত্বে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অজিরা জিতেছে ৩-১ ব্যবধানে। সিরিজের পাঁচ টেস্টের পিচের অবস্থা আজ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি।
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে এত বাজে সময় কবে গেছে, সেটা ভাবতে বিরাট কোহলির এখন ঘাঁটতে হবে অতীত ইতিহাস। কারণ,সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২০০ রানও করতে পারেননি তিনি। হতশ্রী ব্যাটিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে দুঃসংবাদ পেলেন ভারতীয় এই তারকা ব্যাটার। যে বাজে অবস্থা গত ১২ বছরে কখনোই হয়নি তাঁ
৬ ঘণ্টা আগে