Ajker Patrika

পিকের ব্যাপারে কোনো কিছু না বলতে মাকে মানা করেছেন শাকিরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০: ১৪
পিকের ব্যাপারে কোনো কিছু না বলতে মাকে মানা করেছেন শাকিরা

জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ফের ঘুরে দাঁড়াতে চান শাকিরা। প্রাক্তনের জন্য শুভকামনা থাকলেও তাঁর সম্পর্কে কোনো কিছু শুনতে নারাজ কলম্বিয়ান পপসম্রাজ্ঞী। এমনকি নিজের মাকেও মানা করে দিয়েছেন, গণমাধ্যমের সামনে পিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছু না বলতে। 

ইউরোপা প্রেসের সঙ্গে কথা বলার সময় শাকিরার মা নিদিয়া রিপল বেশ অনুরাগ প্রকাশ করেন পিকের প্রতি। মেয়ের সঙ্গী হিসেবে বার্সেলোনা ডিফেন্ডারকে এখনো পছন্দ তাঁর। এমনকি শাকিরা-পিকে ফের একই ছাদের তলে বসবাস শুরু করুক এমনটাই চান রিপল, ‘অবশ্যই, আমি চাই তারা একসঙ্গে থাকা শুরু করুক।’ 

তবে মেয়ের মিয়ামিতে চলে যাওয়ার গুঞ্জনের বিষয়ে কিছু জানেন না তিনি, ‘আমার কোনো ধারণা নেই, আমাদের এ ব্যাপারে কোনো কথা হয়নি।’ 

কিন্তু আগ বাড়িয়ে মায়ের এসব বলা পছন্দ হয়নি শাকিরার। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত তারকা মাকে সাফ মানা করে দিয়েছেন মিডিয়ার সামনে কোনো কিছু না বলতে।

আর এদিকে গুঞ্জন, শাকিরা-পিকের মধ্যে এখন নিজেদের আর্থিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলছে। পপসম্রাজ্ঞীর বোনের সাবেক বয়ফ্রেন্ড রবার্তো গার্সিয়ার কথা ধরে সেই গুঞ্জনের ডালপালা মেলতেও শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত