নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঠকর্মীদের বেতনবৈষম্য নতুন কিছু নয়। গতকাল সকালে বিকেএসপির পাঁচ-ছয়জন মাঠকর্মী বিসিবিতে আসেন চুক্তিভিত্তিক নিয়োগের পারিশ্রমিকের দাবি নিয়ে। এর আগেও মাঠকর্মীরা বিসিবির দুয়ারে নিজেদের বেতন ও বোনাস না পাওয়ার অভিযোগ নিয়ে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাঠকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা অনেকে এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন। আবার অনেকে ৫-৬ বছর কাজ করছেন। কিন্তু সবার বেতন সমান ১৫ হাজার টাকা। তাঁদের দাবি, আশানুরূপ বেতন-ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। গত দুই মাসে বেতন থেকে কারও কারও ৫০০-১০০০ টাকা কেটে রাখা হয়েছে। এটি কেন রাখা হচ্ছে তা মাঠকর্মীদের জানানো হয়নি।
মাঠকর্মীদের মাসিক পারিশ্রমিকে অনিয়মের অভিযোগ নিয়ে বিসিবির গ্রাউন্ডস বিভাগের ন্যাশনাল ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘তারা মূল বেতনে টাকা কম পেয়ে অভিযোগ জানাতে এসেছিল। আমরা তাদের বেতনের টাকা কম পাওয়ার কারণ বোঝার চেষ্টা করছি। এই মাসে তাদের টাকা দিতে না পারলে সামনের মাসে বেতনের টাকার সঙ্গে সমন্বয় করা হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঠকর্মীদের বেতনবৈষম্য নতুন কিছু নয়। গতকাল সকালে বিকেএসপির পাঁচ-ছয়জন মাঠকর্মী বিসিবিতে আসেন চুক্তিভিত্তিক নিয়োগের পারিশ্রমিকের দাবি নিয়ে। এর আগেও মাঠকর্মীরা বিসিবির দুয়ারে নিজেদের বেতন ও বোনাস না পাওয়ার অভিযোগ নিয়ে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাঠকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা অনেকে এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন। আবার অনেকে ৫-৬ বছর কাজ করছেন। কিন্তু সবার বেতন সমান ১৫ হাজার টাকা। তাঁদের দাবি, আশানুরূপ বেতন-ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। গত দুই মাসে বেতন থেকে কারও কারও ৫০০-১০০০ টাকা কেটে রাখা হয়েছে। এটি কেন রাখা হচ্ছে তা মাঠকর্মীদের জানানো হয়নি।
মাঠকর্মীদের মাসিক পারিশ্রমিকে অনিয়মের অভিযোগ নিয়ে বিসিবির গ্রাউন্ডস বিভাগের ন্যাশনাল ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘তারা মূল বেতনে টাকা কম পেয়ে অভিযোগ জানাতে এসেছিল। আমরা তাদের বেতনের টাকা কম পাওয়ার কারণ বোঝার চেষ্টা করছি। এই মাসে তাদের টাকা দিতে না পারলে সামনের মাসে বেতনের টাকার সঙ্গে সমন্বয় করা হবে।’
জাতীয় লিগে (এনসিএল) সাধারণত স্পিনারদের দাপটই বেশি দেখা যায়; বিশেষ করে বাঁহাতি স্পিনাররা রাজত্ব করেন বেশি। এবার সেরা বোলারের তালিকায় ব্যতিক্রম ছবি—শীর্ষ পাঁচ বোলারের চারজনই পেসার। তবে সবার ওপরে আছেন ঢাকার এনামুল হক।
৬ মিনিট আগেভারত সফরের দলে কেইন উইলিয়ামসনের নাম ছিল ঠিকই। তবে কুঁচকির চোট থাকায় সিরিজের একটা ম্যাচও তাঁর খেলা হয়নি। সতীর্থদের সঙ্গে তাই উপভোগ করতে পারেননি ভারতের মাঠে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ। ভারত সিরিজ মিসের পর এবার উইলিয়ামসন হাতের নাগালে থাকা সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
২৮ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনে
১ ঘণ্টা আগেজিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় শুরু হবে দুই দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এই ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে জিম্বাবুয়ে। ১৯৯৩ সালে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলেছিল দল দুটি। এছাড়া আজ রাতে উয়েফা ইউরোপ
২ ঘণ্টা আগে