খুশদিলের তাণ্ডবে শেষ ৩৬ বলে ৮১ রংপুরের

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
ঝোড়ো ফিফটি করেছেন খুশদিল শাহ। ছবি: সৌজন্য

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল ৮৩ রান। কিন্তু ছন্দে থাকা খুশদিল শাহ বুঝিয়ে দিলেন রংপুর কেন এখন পর্যন্ত অপরাজিত।

পাকিস্তানি অলরাউন্ডারের ঝোড়ো ফিফটিতে শেষ ৩৬ বলে রংপুর তুলেছে ৮১ রান। স্কোরটাও তো মন্দ নয়—২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৪ রান। জিততে চিটাগংয়ের লক্ষ্য ১৬৫।

নিজেদের মাঠ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। স্বাগতিকদের আঁটসাঁট ব্যাটিংয়ে তৃতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার তৌফিক খানের (৫) উইকেট হারায় রংপুর। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও স্টিভেন টেলরের ৫৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে অতিথিরা। দলীয় ৬৩ রানে সাইফ (১৭) ফিরলে খেই হারায় তারা। তারপর টেলরও ফেরেন ৩২ রানে। সুবিধা করতে পারেননি ইফতিখার আহমেদও (৫)।

তবে ৭ ছক্কা ও ২ চারে খুশদিলের ২৮ বলে ৫৯ ও শেখে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানের কল্যাণে ১৬৪ রান তোলে রংপুর। খুশদিল বলে-ব্যাটে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্ট ফুল ক্রিকেটারও। ৯ উইকেটের পাশাপাশি করেছেন ২৭৪ রান। চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আলিস ২টি করে, বিনুরা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত