ক্রীড়া ডেস্ক
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ট্রেভর গোয়ান্দু, তাসিঙ্গা মুসিকিউয়া, তিনোতেন্দা মাপোসা-এই তিন ক্রিকেটার আছেন দুই সিরিজের দলেই। যার মধ্যে গোয়ান্দু, মুসিকিউয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৬ ও ৫ ম্যাচ। তবে মাপোসার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাপোসা তিন ম্যাচ নিয়েছেন ৪ উইকেট।
সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির মতো দুই সংস্করণের দলে থাকলেও রাজা অধিনায়ক টি-টোয়েন্টি সংস্করণের। ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেগ আরভিন। তিনি আবার টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। শন উইলিয়ামসও শুধুই ওয়ানডে সিরিজ খেলবেন। এছাড়া ব্র্যান্ডন মাভুতা, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, দিওন মায়ার্স, ফারাজ আকরাম, ব্রায়ান ব্রেনেট-এই ৬ জিম্বাবুইয়ান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন।
বুলাওয়েতে ২৪ নভেম্বর শুরু হচ্ছে জিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১ ডিসেম্বর। বাকি দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ ডিসেম্বর। ৬ ম্যাচের সবগুলোই হবে বুলাওয়েতে। আন্তর্জাতিক ক্রিকেটে দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পার্থে বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। রাজা তখন হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দল
ক্রেগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ট্রেভর গোয়ান্দু, তাসিঙ্গা মুসিকিউয়া, তিনোতেন্দা মাপোসা-এই তিন ক্রিকেটার আছেন দুই সিরিজের দলেই। যার মধ্যে গোয়ান্দু, মুসিকিউয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৬ ও ৫ ম্যাচ। তবে মাপোসার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাপোসা তিন ম্যাচ নিয়েছেন ৪ উইকেট।
সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির মতো দুই সংস্করণের দলে থাকলেও রাজা অধিনায়ক টি-টোয়েন্টি সংস্করণের। ওয়ানডেতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ক্রেগ আরভিন। তিনি আবার টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। শন উইলিয়ামসও শুধুই ওয়ানডে সিরিজ খেলবেন। এছাড়া ব্র্যান্ডন মাভুতা, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, দিওন মায়ার্স, ফারাজ আকরাম, ব্রায়ান ব্রেনেট-এই ৬ জিম্বাবুইয়ান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই দলেই আছেন।
বুলাওয়েতে ২৪ নভেম্বর শুরু হচ্ছে জিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১ ডিসেম্বর। বাকি দুই টি-টোয়েন্টি ৩ ও ৫ ডিসেম্বর। ৬ ম্যাচের সবগুলোই হবে বুলাওয়েতে। আন্তর্জাতিক ক্রিকেটে দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পার্থে বিশ্বকাপের সেই ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। রাজা তখন হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দল
ক্রেগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাসিঙ্গা মুসিকিউয়া, ব্লেসিং মুজারাবানি, দিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৯ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে