ক্রীড়া ডেস্ক
তারকা খেলোয়াড়দের দিয়ে পণ্যের বিজ্ঞাপন করা নতুন কোনো ঘটনা নয়। খেলোয়াড়দের অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানি তাদের প্রচারণা চালিয়ে থাকে। তবে এবার শচীন টেন্ডুলকারের সঙ্গে ঘটেছে অন্যরকম এক ঘটনা। অনুমতি না নিয়ে ভারতীয় এই তারকা ব্যাটারের নাম, ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে ওষুধ কোম্পানি।
অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গতকাল মুম্বাই পুলিশ গতকাল মামলা দাখিল করেছে। শচীনের অনুমতি না নিয়ে নাম, ছবি, কণ্ঠস্বর কাজে লাগিয়ে ঔষধি পণ্যের বিজ্ঞাপন দেওয়ায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা (প্রতারণা), ৪৬৫ নম্বর ধারা (জালিয়াতি) এবং ৫০০ নম্বর (মানহানি) ধারা সহ তথ্য প্রযুক্তি আইনে করা হয়েছে মামলা। তার আগে গত পরশু শচীনের এক সহকারী ওয়েস্ট রিজিওন সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি একটি ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন যারা দাবি করেছে, শচীন এই পণ্যের অনুমোদন দিয়েছেন। তিনি শচীন হেলথ ডট ইন নামে একটি ওয়েবসাইটও খুঁজে পেয়েছেন। শচীনের ছবি ব্যবহার করে নিজেদের প্রচারণা চালিয়েছে এই কোম্পানি। তবে শচীন নিজের নাম, ছবি ব্যবহার করার অনুমতি কখনোই এই কোম্পানিকে দেননি। নিজের সহকারীকে তাই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার।
প্রতারকদের থেকে ভক্ত-সমর্থকদের সাবধান করতে শচীন রমেশ টেন্ডুলকার স্পোর্টস ম্যানেজমেন্ট একটি বিবৃতি দিয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও তা শেয়ার করেন শচীন। ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেন, ‘অনলাইনে বিশ্বস্ত পণ্যের সঙ্গে যোগাযোগ থাকা দরকার। প্ল্যাটফর্মের রিপোর্টিং এবং ব্লকিং টুলস ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখি। অনলাইন পরিবেশ নিরাপদ থাকতে আসুন আমরা সক্রিয় হই।’
তারকা খেলোয়াড়দের দিয়ে পণ্যের বিজ্ঞাপন করা নতুন কোনো ঘটনা নয়। খেলোয়াড়দের অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানি তাদের প্রচারণা চালিয়ে থাকে। তবে এবার শচীন টেন্ডুলকারের সঙ্গে ঘটেছে অন্যরকম এক ঘটনা। অনুমতি না নিয়ে ভারতীয় এই তারকা ব্যাটারের নাম, ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে ওষুধ কোম্পানি।
অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গতকাল মুম্বাই পুলিশ গতকাল মামলা দাখিল করেছে। শচীনের অনুমতি না নিয়ে নাম, ছবি, কণ্ঠস্বর কাজে লাগিয়ে ঔষধি পণ্যের বিজ্ঞাপন দেওয়ায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ভারতীয় দণ্ডবিধির ৪২০ নম্বর ধারা (প্রতারণা), ৪৬৫ নম্বর ধারা (জালিয়াতি) এবং ৫০০ নম্বর (মানহানি) ধারা সহ তথ্য প্রযুক্তি আইনে করা হয়েছে মামলা। তার আগে গত পরশু শচীনের এক সহকারী ওয়েস্ট রিজিওন সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি একটি ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেখেছেন যারা দাবি করেছে, শচীন এই পণ্যের অনুমোদন দিয়েছেন। তিনি শচীন হেলথ ডট ইন নামে একটি ওয়েবসাইটও খুঁজে পেয়েছেন। শচীনের ছবি ব্যবহার করে নিজেদের প্রচারণা চালিয়েছে এই কোম্পানি। তবে শচীন নিজের নাম, ছবি ব্যবহার করার অনুমতি কখনোই এই কোম্পানিকে দেননি। নিজের সহকারীকে তাই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার।
প্রতারকদের থেকে ভক্ত-সমর্থকদের সাবধান করতে শচীন রমেশ টেন্ডুলকার স্পোর্টস ম্যানেজমেন্ট একটি বিবৃতি দিয়েছে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও তা শেয়ার করেন শচীন। ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেন, ‘অনলাইনে বিশ্বস্ত পণ্যের সঙ্গে যোগাযোগ থাকা দরকার। প্ল্যাটফর্মের রিপোর্টিং এবং ব্লকিং টুলস ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখি। অনলাইন পরিবেশ নিরাপদ থাকতে আসুন আমরা সক্রিয় হই।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে