ক্রীড়া ডেস্ক
বোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
আগের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলায় দুটি সেট ড্রপ করেছিলেন। আর আজ তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ২৬তম বাছাই টমাস মাচাখ। কিন্তু এদিনই নিজের সেরা ফর্ম নিয়ে হাজির হলেন জোকোভিচ। ইনহেলার নিয়েও দেখিয়ে দিলেন কেন তিনি জোকোভিচ। একটি সেট ড্রপ করেননি জোকোভিচ। জিতেছেন ৬-১,৬-৪, ৬-৪ গেমে। শেষ ষোলোয় ওঠার লড়াই জিততে জোকোর সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট। এ নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।
দ্বিতীয় সেট শুরুর আগে শ্বাসকষ্ট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন জোকোভিচ। নিতে হয় ইনহেলার। কিন্তু কোনো কিছুই তাঁর জয়যাত্রা আটকে রাখতে পারেনি। উল্টো কোর্টে দেখা দেখালেন কৈশোরীয় চাঞ্চল্য। তৃতীয় রাউন্ডে জয়ের পর বলেই দিলেন, ‘আমি ভালো খেলেছি। এই ফলাফল দেখে একটু অবাকই হয়েছি। ভাবতে পারিনি সরাসরি সেটে জিততে পারব।’ এরপর বললেন নিজের অস্বস্তির কথাও, ‘শারীরিকভাবে আমি ভালো অবস্থায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আমি আর ১৯ বছর বয়সী নই, প্রায় উনিশের দ্বিগুণের মতো।’
জোকোভিচের জয়ের দিনে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক নারী চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে পেটের পীড়ার কারণে প্রথম সেটের পর কোর্ট ছেড়ে যান জাপানের এই তারকা।
বোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
আগের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলায় দুটি সেট ড্রপ করেছিলেন। আর আজ তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ২৬তম বাছাই টমাস মাচাখ। কিন্তু এদিনই নিজের সেরা ফর্ম নিয়ে হাজির হলেন জোকোভিচ। ইনহেলার নিয়েও দেখিয়ে দিলেন কেন তিনি জোকোভিচ। একটি সেট ড্রপ করেননি জোকোভিচ। জিতেছেন ৬-১,৬-৪, ৬-৪ গেমে। শেষ ষোলোয় ওঠার লড়াই জিততে জোকোর সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট। এ নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।
দ্বিতীয় সেট শুরুর আগে শ্বাসকষ্ট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন জোকোভিচ। নিতে হয় ইনহেলার। কিন্তু কোনো কিছুই তাঁর জয়যাত্রা আটকে রাখতে পারেনি। উল্টো কোর্টে দেখা দেখালেন কৈশোরীয় চাঞ্চল্য। তৃতীয় রাউন্ডে জয়ের পর বলেই দিলেন, ‘আমি ভালো খেলেছি। এই ফলাফল দেখে একটু অবাকই হয়েছি। ভাবতে পারিনি সরাসরি সেটে জিততে পারব।’ এরপর বললেন নিজের অস্বস্তির কথাও, ‘শারীরিকভাবে আমি ভালো অবস্থায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আমি আর ১৯ বছর বয়সী নই, প্রায় উনিশের দ্বিগুণের মতো।’
জোকোভিচের জয়ের দিনে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক নারী চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে পেটের পীড়ার কারণে প্রথম সেটের পর কোর্ট ছেড়ে যান জাপানের এই তারকা।
আকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
৫ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
৮ ঘণ্টা আগেআগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
৯ ঘণ্টা আগেক্যারিয়ারের শুরুতে নেইমার জুনিয়রের নাম উচ্চারিত হতো লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। শুরুটা এমন উজ্জ্বলই ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ২০১৩ সালে সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন নেইমার। বিশ্বসেরা ক্লাবে খেলে চার বছরে নিজেও হয়েছেন বেশ পরিপক্ব। জিতেছেন দুটি লা লিগা শিরোপা...
৯ ঘণ্টা আগে