ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের অবস্থা ‘স্যান্ডউইচ’। কারণ ২০২৭ আইপিএল চলার সময়ই শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
৪ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগে