ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৩ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে