ক্রীড়া ডেস্ক
৭০, ১১৩ ও ৭৮ ও ৪৮*—এই হলো টানা চার ইনিংসে টেম্বা বাভুমার রান। পঞ্চাশোর্ধ্ব প্রথম দুই ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে। লঙ্কানদের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসেও ৫০+ রান—চোট থেকে ফিরে রানের বন্যায় যেন বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
আগামীকাল ২ রান করলেই টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ফিফটির দেখা পাবেন বাভুমা। দেখা পাবেন টানা চার ইনিংসে ৫০ + রানেরও। বাভুমা (৪৮) ও ত্রিস্তান স্তাবসের (৩৬) চতুর্থ উইকেটে ৮২ রানের জুটিতে স্বস্তিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ২২১ রানের।
আজ দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু প্রোটিয়ারা করেছে ৩ উইকেটে ১৯১ রান। তার মধ্যে ৫৫ রান ওপেনার এইডেন মার্করামের। ২ উইকেট স্পিনার প্রবাত জয়াসুরিয়ার।
এর আগে ৩ উইকেটে ২৪২ রানে দিন শুরু করা লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৪০ ও কামিন্দু মেন্ডিস ৩০ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন। দিনের শুরুতেই ভাঙে দুজনের জুটি। ৪৮ রানে ড্যান প্যাটারসনের বলে ফেরেন মেন্ডিস। আগেরদিনের সঙ্গে ৪ রান করতেই বিদায় নেন ম্যাথুসও। আগেরদিন তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
মধ্যাহ্নভোজের পরপরই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথমবার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফল বোলার পেসার প্যাটারসন। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট।
৭০, ১১৩ ও ৭৮ ও ৪৮*—এই হলো টানা চার ইনিংসে টেম্বা বাভুমার রান। পঞ্চাশোর্ধ্ব প্রথম দুই ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে। লঙ্কানদের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসেও ৫০+ রান—চোট থেকে ফিরে রানের বন্যায় যেন বইয়ে দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
আগামীকাল ২ রান করলেই টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ফিফটির দেখা পাবেন বাভুমা। দেখা পাবেন টানা চার ইনিংসে ৫০ + রানেরও। বাভুমা (৪৮) ও ত্রিস্তান স্তাবসের (৩৬) চতুর্থ উইকেটে ৮২ রানের জুটিতে স্বস্তিতে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পার করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ২২১ রানের।
আজ দ্বিতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু প্রোটিয়ারা করেছে ৩ উইকেটে ১৯১ রান। তার মধ্যে ৫৫ রান ওপেনার এইডেন মার্করামের। ২ উইকেট স্পিনার প্রবাত জয়াসুরিয়ার।
এর আগে ৩ উইকেটে ২৪২ রানে দিন শুরু করা লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৩২৮ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুস ৪০ ও কামিন্দু মেন্ডিস ৩০ রানে ব্যাটিংয়ে নেমেছিলেন। দিনের শুরুতেই ভাঙে দুজনের জুটি। ৪৮ রানে ড্যান প্যাটারসনের বলে ফেরেন মেন্ডিস। আগেরদিনের সঙ্গে ৪ রান করতেই বিদায় নেন ম্যাথুসও। আগেরদিন তৃতীয় লঙ্কান ব্যাটার হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
মধ্যাহ্নভোজের পরপরই গুটিয়ে যায় সফরকারীরা। প্রথমবার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফল বোলার পেসার প্যাটারসন। মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে