বাংলাদেশের ‘লজ্জা’ ভুলিয়ে দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১২
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ২১

ড্রেসিংরুম থেকে আসা-যাওয়ার দৃশ্য দেখতে দেখতেই যেন শেষ হয়ে গেল এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। এই টুর্নামেন্টের ইতিহাসে এটাই সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। সব মিলিয়ে খেলা হলো দেড় ঘণ্টা।

প্রেমাদাসা স্টেডিয়ামে ৫০ রানে আউট হয়ে বাংলাদেশের লজ্জাও যেন ভুলিয়ে দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বাংলাদেশের। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে ওয়ানডে সংস্করণে লঙ্কানদের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়েছিল তারা।

১২ রানেই ৬ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসের ১৭ ও টেলএন্ডার দুশান হেমন্তর ১৩ রানের সৌজন্যে স্কোরটা ৫০ হয়। ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন ভারতের পেসার সিরাজ। হার্দিক পান্ডিয়া ৩ রানে ৩ উইকেট এবং জাসপ্রীত বুমরাহ নিয়েছেন ১ উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত