ক্রীড়া ডেস্ক
২০২৩ এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে গত বছর থেকেই। দুই দেশের ক্রিকেট বোর্ডকে এক বিন্দুতে আনতে এবার বাহরাইনে জরুরি সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবছরের এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে সমস্যার সূত্রপাত করেছিলেন জয় শাহ। গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর জয় যখন এই মাসের প্রথম সপ্তাহে ২০২৩ ও ২০২৪ এর এসিসির সূচি প্রকাশ করেছিলেন, তখন অসন্তোষ প্রকাশ করেছিলেন নাজাম শেঠি। পিসিবি প্রধানের মতে, এটা ছিল একতরফা সিদ্ধান্ত। দুই বোর্ডের দ্বন্দ্বের অবসানে তাই ৪ ফেব্রুয়ারি বাহরাইনে জরুরি সভা তলব করেছে এসিসি।
দীর্ঘদিন পর এসিসির বৈঠক হবে দেখে খুশি শেঠি। এই ব্যাপারে পিসিবি প্রধান বলেন, ‘এসিসির বৈঠক অনেকদিন হচ্ছিল না। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যার একটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। ভালো খবর এই যে বৈঠকের ব্যাপারে তাদের রাজি করাতে পেরেছি। সেই বৈঠকে আমি থাকছি।’
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর গত ১০ বছরে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ—এই টুর্নামেন্টগুলোই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার একমাত্র মঞ্চ হয়ে গেছে।
২০২৩ এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে গত বছর থেকেই। দুই দেশের ক্রিকেট বোর্ডকে এক বিন্দুতে আনতে এবার বাহরাইনে জরুরি সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবছরের এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে সমস্যার সূত্রপাত করেছিলেন জয় শাহ। গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর জয় যখন এই মাসের প্রথম সপ্তাহে ২০২৩ ও ২০২৪ এর এসিসির সূচি প্রকাশ করেছিলেন, তখন অসন্তোষ প্রকাশ করেছিলেন নাজাম শেঠি। পিসিবি প্রধানের মতে, এটা ছিল একতরফা সিদ্ধান্ত। দুই বোর্ডের দ্বন্দ্বের অবসানে তাই ৪ ফেব্রুয়ারি বাহরাইনে জরুরি সভা তলব করেছে এসিসি।
দীর্ঘদিন পর এসিসির বৈঠক হবে দেখে খুশি শেঠি। এই ব্যাপারে পিসিবি প্রধান বলেন, ‘এসিসির বৈঠক অনেকদিন হচ্ছিল না। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, যার একটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। ভালো খবর এই যে বৈঠকের ব্যাপারে তাদের রাজি করাতে পেরেছি। সেই বৈঠকে আমি থাকছি।’
২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর গত ১০ বছরে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ—এই টুর্নামেন্টগুলোই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার একমাত্র মঞ্চ হয়ে গেছে।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
৩৮ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে