এবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন রুট 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১: ০৮
Thumbnail image

২০২৪ আইপিএল শুরু হতে এখনো বাকি কয়েক মাস। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার সময় আগামী আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করা হবে। কোন খেলোয়াড়কে কোন দল ছেড়ে দেবে, কাকে রাখবে, তা জানা যাবে কয়েক ঘণ্টা পরই। জো রুট সেই পর্যন্ত অপেক্ষা করেননি। রিটেনশন তালিকা প্রকাশ করার এক দিন আগেই নিজেকে ২০২৪ আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। 

২০২৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন রুট। রাজস্থান তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে যে রুটের সিদ্ধান্তের (আইপিএল থেকে সরিয়ে নেওয়া) ওপর তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড়দের ধরে রাখার ব্যাপারে আমাদের মধ্যে যে কয়েক দিন আগে যা কথাবার্তা হয়েছে, জো ২০২৪ আইপিএলে তার না খেলার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছে। তার উদ্দীপনা ও অভিজ্ঞতা যে রয়্যালসে নিয়ে এসেছিল, তা রয়্যালস মিস করবে। তার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’

ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে ২০২৩ আইপিলের মেগা নিলাম থেকে রুটকে নিয়েছিল রাজস্থান র‍য়্যালস। এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম আইপিএল। রাজস্থানের জার্সিতে তিনি ৩ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ১ ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৫ বলে ১ চারে ১০ রান করেন তিনি। রয়্যালস এক বিবৃতিতে বলেছে, ‘রয়্যালস দলে তার যোগ দেওয়া মানে দলটিতে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা চলে এসেছে। ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদের শেখার জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

১৯ ডিসেম্বর দুবাইতে হবে ২০২৪ আইপিএলের নিলাম। এ নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০২৪ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রুট। রুটের আগে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস আগামী মৌসুম থেকে নাম প্রত্যাহার করেছেন। ওয়ার্কলোড ও ফিটনেসের প্রতি গুরুত্ব দিতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন স্টোকস। ২০২৩ আইপিএলে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় হয়েছেন স্টোকস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত