নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের মতো ভুল করতে চান না তামিম ইকবাল। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে রান করার প্রয়োজনীয়তা বেশ অনুভব করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবেন তামিম।
প্রথম ওয়ানডেতে ৭৪ রান করতেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। লিটন–মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার হয় বাংলাদেশ। তবে টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে যে কাজটা আরও সহজ হয়, সেটা তামিম ভালো করেই জানেন। আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কম রানে তিন উইকেট পড়ে যাওয়াটা দলের জন্য ভালো নয়। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে।’
তামিম প্রথম ওয়ানডে থেকে পাওয়া কিছু ইতিবাচক দিক নিয়েও বললেন। লিটনের পর শেষে দিকে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, সেটি অধিনায়কের বেশ প্রশংসা পেয়েছে। বড় অবদানের পাশাপাশি এমন ছোট অবদানের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আফিফ ইনিংসটা না খেললে ২৭০ (২৭৬) রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ (২৬) রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের মতো ভুল করতে চান না তামিম ইকবাল। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে রান করার প্রয়োজনীয়তা বেশ অনুভব করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবেন তামিম।
প্রথম ওয়ানডেতে ৭৪ রান করতেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। লিটন–মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার হয় বাংলাদেশ। তবে টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে যে কাজটা আরও সহজ হয়, সেটা তামিম ভালো করেই জানেন। আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কম রানে তিন উইকেট পড়ে যাওয়াটা দলের জন্য ভালো নয়। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে।’
তামিম প্রথম ওয়ানডে থেকে পাওয়া কিছু ইতিবাচক দিক নিয়েও বললেন। লিটনের পর শেষে দিকে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, সেটি অধিনায়কের বেশ প্রশংসা পেয়েছে। বড় অবদানের পাশাপাশি এমন ছোট অবদানের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আফিফ ইনিংসটা না খেললে ২৭০ (২৭৬) রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ (২৬) রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’
মোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরা নন, দল পায়নি নিলামে নাম তোলা বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
১ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৩ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৪ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৪ ঘণ্টা আগে