নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মঙ্গলবার ভোর ৪টা ৩৫ থেকে রাত ১টা ২০। প্রায় ২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছেন মুমিনুল হকেরা। তবে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হওয়ায় ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে রওনা হতে পারেননি। তিনি রওনা দিয়েছেন কাল। আজই তাঁর হারারেতে পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে থেকে রওনা দেওয়া সাকিব আল হাসানও হারারেতে পৌঁছাবেন আজ।
প্রায় আট বছর পর বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সফরে আফ্রিকার দেশটিতে গেল। তবে এবার তিন ভাগে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ। কাল ভোরে টেস্ট দলের ১৭ সদস্যের মধ্যে সাকিব ও সাদমান ছাড়া বাকিরা রওনা দেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি দলও যাবে ভাগে ভাগে।
বাংলাদেশ দলের জিম্বাবুয়েতে পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছেন মুমিনুল হকরা।
জিম্বাবুয়ে যাওয়ার পথেই প্রধান কোচ ও নতুন দুই পরামর্শক দলের সফরসঙ্গী হয়েছেন। স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ দোহায় তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) থেকে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে আজ বিশ্রাম নেবেন মুমিনুল–তামিমরা। কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। সফরের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই, হারারেতে।
ঢাকা: মঙ্গলবার ভোর ৪টা ৩৫ থেকে রাত ১টা ২০। প্রায় ২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারেতে পৌঁছেছেন মুমিনুল হকেরা। তবে ভ্রমণের আগে ভিসা-সংক্রান্ত কারিগরি জটিলতা তৈরি হওয়ায় ওপেনার সাদমান ইসলাম দলের সঙ্গে রওনা হতে পারেননি। তিনি রওনা দিয়েছেন কাল। আজই তাঁর হারারেতে পৌঁছার কথা। যুক্তরাষ্ট্রে থেকে রওনা দেওয়া সাকিব আল হাসানও হারারেতে পৌঁছাবেন আজ।
প্রায় আট বছর পর বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সফরে আফ্রিকার দেশটিতে গেল। তবে এবার তিন ভাগে জিম্বাবুয়েতে যাচ্ছে বাংলাদেশ। কাল ভোরে টেস্ট দলের ১৭ সদস্যের মধ্যে সাকিব ও সাদমান ছাড়া বাকিরা রওনা দেন। ওয়ানডে ও টি–টোয়েন্টি দলও যাবে ভাগে ভাগে।
বাংলাদেশ দলের জিম্বাবুয়েতে পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের দোহা হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখান থেকে জিম্বাবুয়ের হারারেতে পা রেখেছেন মুমিনুল হকরা।
জিম্বাবুয়ে যাওয়ার পথেই প্রধান কোচ ও নতুন দুই পরামর্শক দলের সফরসঙ্গী হয়েছেন। স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ দোহায় তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকা (জোহানেসবার্গ) থেকে জাতীয় দলের সফরসঙ্গী হয়েছেন।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে আজ বিশ্রাম নেবেন মুমিনুল–তামিমরা। কাল থেকে নেমে পড়বেন অনুশীলনে। সফরের একমাত্র টেস্ট শুরু ৭ জুলাই, হারারেতে।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে