ক্রীড়া ডেস্ক
ব্যাটিংয়ে লিটন দাস ফিরেছেন প্রথম বলেই। তবে তাঁর অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়। স্কোরবোর্ডে আশানুরূপ স্কোর না করার পরও সতীর্থদের ওপর আস্থা রেখেছেন। লিটনের আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নাজেহাল হয়েছে বাংলাদেশের বোলিংয়ে।
সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশ চড়াও হয়েছে শেষভাগে এসে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে শেষ উইন্ডিজ। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং (১৩ রানে ৪ উইকেট) তো রয়েছেই, চাপ সামলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ভয়ংকর হয়ে ওঠা রভমান পাওয়েলকে শেষ ওভারে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান। এরপর আলজারি জোসেফকে বোল্ড করে হাসান ওয়েস্ট ইন্ডিজের কফিনে পুঁতেছেন শেষ পেরেক।
আশানুরূপ স্কোর না করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ব্যাটিংয়ের সময় উইকেটটা আমাদের কাছে ভালো মনে হয়নি। ভেবেছিলাম ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে। আমাদের যে বোলার ছিল, তাতে জানতাম এই স্কোর করেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) সঙ্গে লড়াই করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টেস্ট আগেই জিতেছে বাংলাদেশ। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি। অধরা সেই টি-টোয়েন্টি জিতে আজ লিটনের নেতৃত্বে চক্রপূরণ করল বাংলাদেশ। লিটনের বিশ্বাস, বাংলাদেশ সিরিজ জিততে পারবে উইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘দারুণ শুরু হয়েছে। যদি আরও একটা ভালো ম্যাচ খেলি, তাহলে আমরা সিরিজ জিততে পারব।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি খেলেছে। এর আগের তিন টি-টোয়েন্টি দলটি খেলেছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্বকাপ খেলায় এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আগে থেকেই ছিল লিটনের। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘আমরা এর আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখলাম, উইকেটটা আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি।’
ব্যাটিংয়ে লিটন দাস ফিরেছেন প্রথম বলেই। তবে তাঁর অসাধারণ নেতৃত্বেই বাংলাদেশ পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়। স্কোরবোর্ডে আশানুরূপ স্কোর না করার পরও সতীর্থদের ওপর আস্থা রেখেছেন। লিটনের আস্থার যোগ্য প্রতিদান দিয়েছেন বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নাজেহাল হয়েছে বাংলাদেশের বোলিংয়ে।
সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশ চড়াও হয়েছে শেষভাগে এসে। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে শেষ উইন্ডিজ। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং (১৩ রানে ৪ উইকেট) তো রয়েছেই, চাপ সামলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন। ভয়ংকর হয়ে ওঠা রভমান পাওয়েলকে শেষ ওভারে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান। এরপর আলজারি জোসেফকে বোল্ড করে হাসান ওয়েস্ট ইন্ডিজের কফিনে পুঁতেছেন শেষ পেরেক।
আশানুরূপ স্কোর না করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস ছিল বলে জানিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘ব্যাটিংয়ের সময় উইকেটটা আমাদের কাছে ভালো মনে হয়নি। ভেবেছিলাম ১৫০-১৬০ রান ভালো স্কোর হবে। আমাদের যে বোলার ছিল, তাতে জানতাম এই স্কোর করেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) সঙ্গে লড়াই করতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টেস্ট আগেই জিতেছে বাংলাদেশ। বাকি ছিল শুধু টি-টোয়েন্টি। অধরা সেই টি-টোয়েন্টি জিতে আজ লিটনের নেতৃত্বে চক্রপূরণ করল বাংলাদেশ। লিটনের বিশ্বাস, বাংলাদেশ সিরিজ জিততে পারবে উইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘দারুণ শুরু হয়েছে। যদি আরও একটা ভালো ম্যাচ খেলি, তাহলে আমরা সিরিজ জিততে পারব।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি খেলেছে। এর আগের তিন টি-টোয়েন্টি দলটি খেলেছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই বিশ্বকাপ খেলায় এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা আগে থেকেই ছিল লিটনের। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘আমরা এর আগেও এখানে খেলেছি। যখন আমি উইকেট দেখলাম, উইকেটটা আমার ধারণা অনুযায়ী আচরণ করেনি।’
চেহারায় হতাশার ছাপ নিয়ে আবারও মাঠ ছাড়লেন আবদুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকা সফরে টানা ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন পাকিস্তানের ওপেনার। তিন শূন্যয় নামটাও তাঁর উঠে গেছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগেলঙ্কা টি-টেন সুপার লিগের শিরোপা জিতে এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলতে নামলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘূর্ণি জাদুতে নাভিশ্বাস তুললেন খুলনার ব্যাটারদের। তাঁর সঙ্গে রাকিবুল ইসলাম ও আলিস আল ইসলাম ছিলেন আরও দুর্দান্ত। যার সৌজন্যে লো স্কোরিং ম্যাচেও খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে..
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য দল ঘোষণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জো রুট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে সুযোগ হয়নি অলরাউন্ডার বেন স্টোকসের। তবে প্রথমবারের মতো বড় কোনো ইভেন্টে সুযোগ পেয়েছেন পেসার সাকিব মাহমুদ ও জ্যাকব বেথেল।
৬ ঘণ্টা আগেমাঠের লড়াই তো রয়েছেই, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে চলে স্নায়ুযুদ্ধ। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিও বাদ যায় কী করে। রবীন্দ্র জাদেজার এক হিন্দি ভাষার সংবাদ সম্মেলনের পর এবার ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৭ ঘণ্টা আগে