Ajker Patrika

পাকিস্তানকেও ‘তিন মোড়লের’ মতো বানাতে চান আফ্রিদি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৮: ২৫
পাকিস্তানকেও ‘তিন মোড়লের’ মতো বানাতে চান আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রদবদলের পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে; বিশেষ করে শহিদ আফ্রিদি অন্তর্বর্তীকালীন নির্বাচকের প্রধান হিসেবে আসার পর থেকেই। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানকে দুটি ‘জাতীয় দল’ করবেন তিনি।

আফ্রিদি বলেছেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুটি দল তৈরি করতে চাই।’ তবে তিনি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা চলমান নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে আফ্রিদির ভাবনাটি ক্রিকেটে নতুন নয়। এর আগে ‘তিন মোড়ল’ খ্যাত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এমনটি করে দেখিয়েছে। প্রায় একই সময়ে দুটি ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দল পাঠিয়েছে তারা। গত বছর জুনে নেদার‍ল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমনটি করেছে ইংল্যান্ড। ১৯৯৮ সালে এমনটি করে দেখিয়েছে ভারত। শেষবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়াও এমনটি করেছে একবার। এবার সেই লক্ষ্যে পাকিস্তানকে তৈরি করতে চান আফ্রিদি। লক্ষ্যপূরণে তাঁকে সহায়তা করবেন দেশটির সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।

দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। তবে যে পিচে খেলি, তা আমাদের খুব সহায়তা করছে না। এমন পিচ বোলারদের জন্য ভালো নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ করার চেষ্টা করব আমরা।’

এ জন্য বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলোও সমাধান করতে চান আফ্রিদি; বিশেষ করে যোগাযোগের বিষয়টি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘অতীতে অনেক যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারকে সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি। সরাসরি হারিস ও ফখরের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা নিয়েছি। বিশ্বাস করি, খেলোয়াড় ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগের লাইন থাকা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত