বিশ্বকাপে তানজিম সাকিবের রেকর্ড, লন্ডভন্ড নেপালের ব্যাটিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুন ২০২৪, ১৩: ১৮
Thumbnail image

বাংলাদেশকে ১০৬ রানে আটকে ফেলেও একেবারে স্বস্তিতে ছিল না নেপাল। ১০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তানজিম হাসান সাকিবের তোপ দাগানো বোলিংয়ে ২৬ রানে ৫ উইকেট হারায় দলটি। 

পাওয়ার প্লেতে টানা ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব।  আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সেরা বোলিং জুনিয়র সাকিবের। তাঁর ইকোনমি দেখুন— ১.৭৫। ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বল) মাথায় ছিল না।’   

২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং সাকিবের এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ ওভার মেডেন নেওয়ার রেকর্ডও । সেরা বোলিংয়ের রেকর্ডটা মোস্তাফুজির রহমানের, ২০১৬ বিশ্বকাপে ২২ রান দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৫ উইকেট । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের এখন ৯ উইকেট।

প্রথম দুই ওভার নির্বঘ্নে কাটিয়ে দিয়েছিলন নেপালোর দুই ওপেনার কুশল ভুরটেল ও আসিফ শেখ। তৃতীয় ওভারে কুশলকে ৪ রানে বোল্ড ও তিন নম্বরে নামা অনিল সাহকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই পেসার। পঞ্চম ওভারে আরও দুর্দান্ত তানজিম, ফেরান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল (১) ও সানদীপ জোরাকে (১)।

পাওয়ার-প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে নেপাল। শুরুতেই নেপালের ব্যাটিং লন্ডভন্ড করে দেওয়া তানজিম সাকিব লো স্কোর ডিফেন্ড করে বললেন, ‘আপনাকে সব সময়ই আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স।’ তিনি আরও যোগ করলেন, ‘আমাদের বিশ্বাস ছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’

ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এখন কোনো অনুভূতি কাজ করছে না, পরে হয়তো কাজ করবে… এসব (ডট বল) মাথায় ছিল না। ওই সময়ে শুধু উইকেটের ধান্ধা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত