গদি ছাড়ার ইচ্ছে নেই রমিজ রাজার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ২২: ০১

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে নিজেই বেছে নিয়েছেন ইমরান খান। তবে ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর সঙ্গে সঙ্গে রমিজেরও গদি হারানোর গুঞ্জন ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তো ‘যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন রমিজ’ শিরোনামে প্রতিবেদন করে ফেলেছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি বলছে ভিন্ন কথা। ইমরানের বন্ধুপ্রতিম সতীর্থ রমিজ সাফ জানিয়েছেন, পাকিস্তানের ক্ষমতায় পালাবদল হলেও পদত্যাগ করার কোনো ইচ্ছে নেই তাঁর।

যদিও পিসিবির সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজস্ব ক্ষমতা বলে বোর্ড প্রধান নিয়োগ দিতে পারেন। অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। পিসিবির চেয়ারম্যান পদে শাহবাজ তাঁর আস্থাভাজন নাজাম শেঠিকে ফিরিয়ে আনতে পারেন। 

২০১৮ সালে ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর এই নাজামকে সরিয়েই এহসান মানিকে বোর্ড প্রধান করেছিলেন। বার্ধক্যজনিত কারণে গত বছর মানি নিজ থেকে সরে দাঁড়ালে পিসিবির শীর্ষ পদে আসীন হন ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রমিজ। 

খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর ধারাভাষ্যকার হিসেবে সুনাম অর্জন করেন রমিজ। তাঁর আগে শুধু ইজাজ বাটই সাবেক ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ইজাজের ২০১০ সালে মেয়াদেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এদিকে, পাকিস্তান সুপার লিগকে (পিসিবি) ব্র্যান্ডিং করার ক্ষেত্রে বড় অবদান নাজাম শেঠির। 

তবে রমিজ মাত্র ৭ মাসেই পাকিস্তান ক্রিকেটকে আমূল বদলে দিয়েছেন। পিএসএলকে আরও এক ধাপ ওপরে তুলেছেন তিনি। বড় বড় দলগুলোও নির্বিঘ্নে পাকিস্তান সফর করছে। দুই যুগ পর দেশটিতে খেলেছে অস্ট্রেলিয়া। আগামী এক বছরের মধ্যে সেখানে খেলতে যাওয়ার কথা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও। 

শুধু কি তাই? রমিজের সময়েই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রথমবার হারিয়েছে পাকিস্তান। বোর্ডের ও খেলোয়াড়দের আয়ও বেড়েছে ঢের। সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কারণে ম্যাথু হেইডেন, ভারনন ফিলান্ডার, শন টেইটদের মতো সাবেক তারকারা যুক্ত হয়েছেন পাকিস্তানের কোচিং প্যানেলে। তাতে মাঠের পারফরম্যান্সেও মন জয় করেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। 

এত কিছুর পরও ‘রাজনৈতিক রোষানলে’ রমিজ পদ হারালে কিছুই করার থাকবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত