Ajker Patrika

ভারতের শিরোপা জয়ের সেরা সুযোগ দেখছেন রোহিত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৯: ১৬
ভারতের শিরোপা জয়ের সেরা সুযোগ দেখছেন রোহিত

আইসিসি ইভেন্টের শিরোপা যেন ভারতের কাছে ‘সোনার হরিণ’। গত এক দশকে নকআউট রাউন্ডে ভারত হোঁচট খাচ্ছে বারবার। ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে তাই পাখির চোখ করেছেন রোহিত শর্মা। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে। মহেন্দ্র সিং ধোনির ছক্কায় ভারতের বিশ্বকাপ জয়ের ১২ বছর পূর্তিতে’ ২৩ বিশ্বকাপের লোগো প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। লোগো উন্মোচনের সঙ্গে একটি ভিডিও ছেড়েছে আইসিসি। ভিডিওতে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়সহ ওয়ানডে বিশ্বকাপের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত রয়েছে। রোহিত যেন ধোনির থেকেই বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা পেয়েছেন। ঘরের মাঠে ধোনির নেতৃত্বে ভারত ২৮ বছরের বিশ্বকাপ খরার অবসান ঘটায়। বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত রোহিত বলেছেন, ‘বিশ্বকাপের ছয় মাস আগেই রোমাঞ্চ শুরু হয়ে গেছে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলা, এমনকি অধিনায়ক হিসেবে খেলা সব খেলোয়াড়ের স্বপ্ন। আমার আর তর সইছে না। ক্রিকেট বিশ্বকাপ সবার কাছেই বিশেষ কিছু। আগামী কয়েক মাস আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব। শিরোপা উঁচিয়ে ধরার এটাই সর্বোত্তম সুযোগ।’ 

ধোনির নেতৃত্বে ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি ভারত জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের এটাই সর্বশেষ আন্তর্জাতিক ইভেন্ট। এর পর ৭ বার আইসিসি ইভেন্টের নক আউট খেলে ভারত রানার্সআপ হয়েছে তিনবার। আর সেমিফাইনাল থেকে ছিটকে গেছে চারবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত