Ajker Patrika

বিজয়ের ঝোড়ো সেঞ্চুরিতে জিতল দলও

ক্রীড়া ডেস্ক    
সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ছবি: বিসিবি
সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা বিভাগ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় খুলনা। বিজয়ের সেঞ্চুরির কল্যাণে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে তারা। খুলনার দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকার ইনিংস।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।

শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার—জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে।

পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা। এই হারে ঢাকার অবস্থান এখন টেবিলে সবার নিচে। ৫ ম্যাচে চার হার ও একটি জয় তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত