ক্রীড়া ডেস্ক
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা বিভাগ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় খুলনা। বিজয়ের সেঞ্চুরির কল্যাণে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে তারা। খুলনার দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকার ইনিংস।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।
১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার—জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে।
পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা। এই হারে ঢাকার অবস্থান এখন টেবিলে সবার নিচে। ৫ ম্যাচে চার হার ও একটি জয় তাদের।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের সেঞ্চুরির ম্যাচে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে খুলনা বিভাগ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় খুলনা। বিজয়ের সেঞ্চুরির কল্যাণে ৩ উইকেটে ১৮০ রান তুলেছে তারা। খুলনার দেওয়া ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ১৫৯ রানে থেমেছে ঢাকার ইনিংস।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তোলে খুলনা। বিজয় সাবলীল ব্যাটিং করে গেলেও আরেক ওপেনার ইমরুল কায়েস ফেরেন ১৪ রানে। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম তামিম ও বিজয় ৪৯ রানের আরেকটি জুটি গড়েন। ১৮ রানে আউট হন তামিম। তবে শেষ পর্যন্ত ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বিজয়। ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা।
শেষ দিকে ২১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। যার সৌজন্যে ৩ উইকেটে ১৮০ রানের স্কোর পায় তারা। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু।
১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩২ রানে তিন টপ অর্ডার—জাওয়াদ আবরার (১১), রনি তালুকদার (৭) ও সাইফ হাসানের (১০) উইকেট হারায়। পঞ্চম উইকেটে ৮৭ রানের একটি জুটি গড়েন তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৫ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তাইবুর। অঙ্কন অপরাজিত থাকেন ২৩ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ রানে।
পঞ্চম রাউন্ড শেষে তিন হার ও দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠেছে। এই ম্যাচের আগ পর্যন্ত টেবিলের সবার নিচে ছিল তারা। এই হারে ঢাকার অবস্থান এখন টেবিলে সবার নিচে। ৫ ম্যাচে চার হার ও একটি জয় তাদের।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
১ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ লাহোরে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের। পাকিস্তানে গ্রুপপর্বের তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে, ফলে কিউই-প্রোটিয়াদের ম্যাচ নিয়েও একটা অদৃশ্য ভয় ছিল। তবে আকুওয়েদার বলছে, সেই অদৃশ্য ভয় নেই এ ম্যাচে।
৩ ঘণ্টা আগে