Ajker Patrika

কানপুরে বাংলাদেশ-ভারত ম্যাচে এবার বৃষ্টির আশঙ্কা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১: ২০
কানপুরে বাংলাদেশ-ভারত ম্যাচে এবার বৃষ্টির আশঙ্কা

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। এই টেস্ট ম্যাচে হামলার হুমকির কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিল কানপুরের আবহাওয়াও। 

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। যেদিন ম্যাচ শুরু, সেদিন বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে।  শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।        

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন কানপুরের আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হলো, দফায় দফায় বৃষ্টি বাগড়া দেবে শুক্রবার ও শনিবার। এমনকি কোনো একদিন বৃষ্টির কারণে ভেসে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ২৯ সেপ্টেম্বর কানপুর টেস্টের  তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শেষ দুই দিনে নেই বললেই চলে। যেখানে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা ৩ ও ১ শতাংশ।

চেন্নাইয়ে চার দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২৮০ রানে।  কানপুরে এবার সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই তো বটেই। টেস্ট ইতিহাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সুযোগও এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে ভারত ও বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের প্রথম ও ছয়ে। রোহিত শর্মার দলের সাফল্যের হার ৭১.৬৭। ছয়ে থাকা বাংলাদেশের সাফল্যের হার ৩৯.২৯। কানপুরে জিতলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে আবার চারে উঠে আসবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সাফল্যের হার হবে তখন ৪৬.৮৮।

কানপুরের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং-বান্ধব। তবে সময় গড়ানোর সঙ্গে উইকেটের আচরণও পাল্টে যেতে থাকে। স্পিনাররাও  বলে দারুণ টার্ন পেয়ে থাকেন। বাংলাদেশ এই মাঠে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে। ১৯৫২ সাল থেকে শুরু করে কানপুরে হয়েছে ২৩ টেস্ট, যার মধ্যে ১০টিতে ফল এসেছে। ড্র হয়েছে ১৩ টেস্ট। গ্রিন পার্কে সবশেষ ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট রোমাঞ্চকর এক ড্রয়ের সাক্ষী হয়েছিল। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত