লাইছ ত্বোহা ও অয়ন রায়, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৯তম সেঞ্চুরিটি করেছেন জনসন চার্লস। গত পরশু চার্লসকে দিয়েই বিপিএলে সিলেটের মাঠ প্রথম সেঞ্চুরি দেখল। এ দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ১৩ সেঞ্চুরি হয়ে গেলে বিপিএলে। এই টুর্নামেন্টে সেঞ্চুরি সংখ্যায় উইন্ডিজ ক্রিকেটাররা বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে।
বাংলাদেশের খেলোয়াড়েরা এখন পর্যন্ত করেছেন ছয় সেঞ্চুরি। এর মধ্যে তামিম ইকবালেরই দুটি। এবারও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন একবার। গত পরশু তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিরেছেন ৯৫ রান করে। তিনটি বিপিএলে বাংলাদেশের কেউ সেঞ্চুরির দেখা পাননি। এবার এখনো কেউ তিন অঙ্ক ছুঁতে পারেননি। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে চারটি। চার বিদেশি সেঞ্চুরিয়ানই থেকেছেন অপরাজিত। এবারই শুধু নয়, বিপিএলের ২৯ সেঞ্চুরির ২৩টিতেই অপরাজিত থেকেছেন সেঞ্চুরিয়ানরা।
এর মধ্যে ২৫টি সেঞ্চুরি এসেছে (১ থেকে ৩ নম্বর) টপ অর্ডার থেকে। এঁর মধ্যে ওপেনারদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই বিপিএলে সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা ও রংপুরের হয়ে ওপেনিং করছেন স্থানীয় ক্রিকেটাররাই। কুমিল্লা ও চট্টগ্রামে একজন করে বিদেশি ওপেনিংয়ে খেলছেন। এবার স্থানীয় খেলোয়াড়দের ফিফটির সংখ্যা বেশি হলেও সেঞ্চুরির অপেক্ষা এখনো থেকে গেছে।
বিপিএলে মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্স, ফাপ ডু প্লেসিস, আজম খান ও ইফতিখার আহমেদ। পাকিস্তানের ইফতিখার তো এবার ছয় নম্বরে নেমে ৪৫ বলে করেছেন সেঞ্চুরি। বিপিএলে ছয়ে ব্যাটিং করে এটাই প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৯তম সেঞ্চুরিটি করেছেন জনসন চার্লস। গত পরশু চার্লসকে দিয়েই বিপিএলে সিলেটের মাঠ প্রথম সেঞ্চুরি দেখল। এ দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারদের ১৩ সেঞ্চুরি হয়ে গেলে বিপিএলে। এই টুর্নামেন্টে সেঞ্চুরি সংখ্যায় উইন্ডিজ ক্রিকেটাররা বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে।
বাংলাদেশের খেলোয়াড়েরা এখন পর্যন্ত করেছেন ছয় সেঞ্চুরি। এর মধ্যে তামিম ইকবালেরই দুটি। এবারও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন একবার। গত পরশু তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিরেছেন ৯৫ রান করে। তিনটি বিপিএলে বাংলাদেশের কেউ সেঞ্চুরির দেখা পাননি। এবার এখনো কেউ তিন অঙ্ক ছুঁতে পারেননি। এবারের আসরে সেঞ্চুরি হয়েছে চারটি। চার বিদেশি সেঞ্চুরিয়ানই থেকেছেন অপরাজিত। এবারই শুধু নয়, বিপিএলের ২৯ সেঞ্চুরির ২৩টিতেই অপরাজিত থেকেছেন সেঞ্চুরিয়ানরা।
এর মধ্যে ২৫টি সেঞ্চুরি এসেছে (১ থেকে ৩ নম্বর) টপ অর্ডার থেকে। এঁর মধ্যে ওপেনারদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই বিপিএলে সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা ও রংপুরের হয়ে ওপেনিং করছেন স্থানীয় ক্রিকেটাররাই। কুমিল্লা ও চট্টগ্রামে একজন করে বিদেশি ওপেনিংয়ে খেলছেন। এবার স্থানীয় খেলোয়াড়দের ফিফটির সংখ্যা বেশি হলেও সেঞ্চুরির অপেক্ষা এখনো থেকে গেছে।
বিপিএলে মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্স, ফাপ ডু প্লেসিস, আজম খান ও ইফতিখার আহমেদ। পাকিস্তানের ইফতিখার তো এবার ছয় নম্বরে নেমে ৪৫ বলে করেছেন সেঞ্চুরি। বিপিএলে ছয়ে ব্যাটিং করে এটাই প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৩৩ মিনিট আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
১ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
১ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
২ ঘণ্টা আগে