সুখবর পেল বাংলাদেশ, কাল যাচ্ছেন সেই দুই ক্রিকেটার

 ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২১: ০৭
নাহিদ রানা। ছবি: এএফপি

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের প্রথম ধাক্কা ছিল দলের দুই ক্রিকেটার নাহিদ রানা ও নাসুম আহমেদকে শুরু থেকে না পাওয়া। দুই ভাগে গত শনি ও রোববার দলের ১৩ ক্রিকেটার এবং কোচিং স্টাফরা সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি নাহিদ ও নাসুম। অবশেষে সুখবর পেয়েছে বাংলাদেশ। আগামীকাল তাঁরাও যাচ্ছেন আমিরাতে।

দুই ক্রিকেটার না থাকায় আজ শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দল সাজাতে হয়তো কিছুটা হিমশিমও খেয়েছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। ১৫ সদস্যের দলে দুই ক্রিকেটার নেই। ১৩ জন থেকে সাজাতে হয়েছে একাদশ।

বিসিবি সূত্র জানিয়েছে, আগামীকাল সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে নাহিদ ও নাসুম আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডের জন্য পাওয়া যাবে তাঁদের।

সাকিব আল হাসান থাকবেন না আফগানিস্তান সিরিজে, এক রকম আগে থেকেই নিশ্চিত ছিল। নির্বাচকেরা তাই বাঁহাতি স্পিনার হিসেবে দলে রেখেছিলেন নাসুমকে। ১৫ ওয়ানডেতে ৪.৫৩ ইকোনমিতে ১২ উইকেট এই বাঁহাতি স্পিনারের।

নাসুম আহমেদ। ছবি: এএফপি
নাসুম আহমেদ। ছবি: এএফপি

তানজিম হাসান সাকিব চোটে থাকায় প্রথমবারের মতো নাহিদ সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। যদিও অভিষেকের আগে বেশ ঝক্কি পেরিয়ে আমিরাতে পৌঁছাতে হচ্ছে তাঁকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত