ক্রীড়া ডেস্ক
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।
দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সেই ম্যাচের আগে সবচেয়ে বড় চমক দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের শুরু থেকে দলটিকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই অধিনায়কত্ব ছেড়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আজ নিজেদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে চেন্নাই। জানিয়েছে, কিপার-ব্যাটার হিসেবে এই মৌসুম খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
২০১২ সালে রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাইয়ে যোগ দেন জাদেজা। দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। চোটের কারণে ধোনির অনুপস্থিতিতে দলকে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না।
হুট করে অধিনায়কত্ব ছাড়া ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ভারতেরও নেতৃত্ব তিনি আচমকা ছেড়েছিলেন।
আইপিএলের আগের ১৪ মৌসুমে ১২ বারই চেন্নাইয়ের নেতা হিসেবে দেখা গেছে ধোনি। দলটি ৪ বার শিরোপা জিতেছে তাঁর অধীনেই। ম্যাচ গড়াপেটার অভিযোগে মাঝে চেন্নাই দুই বছর নিষিদ্ধ ছিল। ওই দুই মৌসুমের একটিতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেন তিনি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাশি বিশ্বনাথান বলেছেন, ‘নেতৃত্বের পালাবদল সহজ করতে নিজে থেকেই সরে দাঁড়িয়েছে ধোনি। ওর মনে হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য জাদেজা এখন প্রস্তুত ও সে-ই আদর্শ খেলোয়াড়।’
ধোনির আইপিএল ক্যারিয়ার আর কত দূর এগোবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। গত নভেম্বরে এক অনুষ্ঠানে ৪০ বছর বয়সী তারকা জানিয়েছিলেন, আরও এক মৌসুম খেলতে চান তিনি। সে হিসেবে এবারের আইপিএল খেলেই ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখতে পারেন তিনি।
ভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
২৪ মিনিট আগেক্রিকেটে ঘন ঘন নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বলে থুতু লাগানো তো আইসিসি অনেক আগে থেকেই নিষিদ্ধ করেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে এই নিয়মটি বদলানোর অনুরোধ করেছেন মোহাম্মদ শামি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে রাচীন রবীন্দ্রর পথচলা কেবল ৪ বছরের। এরই মধ্যে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জ্বলে ওঠেন বারুদের মতো।
২ ঘণ্টা আগেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
৩ ঘণ্টা আগে