নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১৫৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষে করেছে বাংলাদেশ। অ্যান্ডি ম্যাকব্রাইনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিরপুর টেস্টে স্বাগতিকদের ৩৬৯ রানে থামিয়ে দিয়েছে আইরিশরা। স্কোরটা আরও বড় হওয়ার আভাস দিয়েও শেষ দিকে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন।
এর আগে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সে সুযোগ দেননি আয়ারল্যান্ডকে। মার্ক অ্যাডায়ারের ডেলিভারি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লরকান টাকারের পাশ দিয়ে পেছনে বাউন্ডারি হয়। তাতে টেস্টে নিজের ১০ম সেঞ্চুরির উদ্যাপনে মাতেন মুশফিক। শেষ পর্যন্ত ১৫ চার ও একটি ছক্কায় ১৬৬ বলে ১২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল স্বাগতিকেরা। সাকিব ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলিয়ে তারা। সাকিবকে আউট ১৮৮ বলে ১৫৯ রানের জুটি ভাঙেন ম্যাকব্রাইন। অসাধারণ ব্যাটিংয়ে সাকিব তুলে নেন টেস্টে ৩১ তম ফিফটি, শেষ পর্যন্ত ৮৭ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি।
এর পর লিটন দাসের ৪৩ এবং লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজের ৫৫ রানের ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯ রান করে বাংলাদেশ। আইরিশ বোলদের মধ্যে মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইটও ২টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২১৪ রান।
এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১৫৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষে করেছে বাংলাদেশ। অ্যান্ডি ম্যাকব্রাইনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিরপুর টেস্টে স্বাগতিকদের ৩৬৯ রানে থামিয়ে দিয়েছে আইরিশরা। স্কোরটা আরও বড় হওয়ার আভাস দিয়েও শেষ দিকে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন।
এর আগে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সে সুযোগ দেননি আয়ারল্যান্ডকে। মার্ক অ্যাডায়ারের ডেলিভারি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লরকান টাকারের পাশ দিয়ে পেছনে বাউন্ডারি হয়। তাতে টেস্টে নিজের ১০ম সেঞ্চুরির উদ্যাপনে মাতেন মুশফিক। শেষ পর্যন্ত ১৫ চার ও একটি ছক্কায় ১৬৬ বলে ১২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল স্বাগতিকেরা। সাকিব ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলিয়ে তারা। সাকিবকে আউট ১৮৮ বলে ১৫৯ রানের জুটি ভাঙেন ম্যাকব্রাইন। অসাধারণ ব্যাটিংয়ে সাকিব তুলে নেন টেস্টে ৩১ তম ফিফটি, শেষ পর্যন্ত ৮৭ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি।
এর পর লিটন দাসের ৪৩ এবং লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজের ৫৫ রানের ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯ রান করে বাংলাদেশ। আইরিশ বোলদের মধ্যে মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইটও ২টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২১৪ রান।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
১ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে