ক্রীড়া ডেস্ক
একের পর এক হারে যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল, তখন সুখবর দিয়েই চলেছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তান বধ করছে বাংলাদেশের মেয়েরা। এরপর আজ ব্যক্তিগত সাফল্যে নতুন চূড়া স্পর্শ করে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেন শারমিন-নিগাররা। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি।
শারমিনের আগে এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। হারারেতে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে ৫৩ গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।
শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে গড়েছে ৩২২ রানের পাহাড়।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মার্কিন মেয়েরা। ১৫ ওভারে ২৬ রান নিতেই হারায় ৪ উইকেট। এরপর ৩০.৩ ওভারে ৫২ রানে যেতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।
একের পর এক হারে যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল, তখন সুখবর দিয়েই চলেছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তান বধ করছে বাংলাদেশের মেয়েরা। এরপর আজ ব্যক্তিগত সাফল্যে নতুন চূড়া স্পর্শ করে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেন শারমিন-নিগাররা। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি।
শারমিনের আগে এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। হারারেতে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে ৫৩ গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।
শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে গড়েছে ৩২২ রানের পাহাড়।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মার্কিন মেয়েরা। ১৫ ওভারে ২৬ রান নিতেই হারায় ৪ উইকেট। এরপর ৩০.৩ ওভারে ৫২ রানে যেতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে