নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা দুই ম্যাচ হেরে এমনিই চাপে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে তারকা ঠাসা ঢাকা। মাচে টস হেরে আগে ব্যাটিং করে ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল।
ঝড় তোলার ইঙ্গিত দিয়েও থামতে হয়েছে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ক্রিস গেইলকে। ৩ চার ও ২ ছক্কা মারলেও আজ স্বভাববিরুদ্ধ গেইলকেই দেখা গেছে। ৩০ বলে ৩৬ রান করা ক্যারিবীয় মহাতারকা ইসুরু উদানাকে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
বিপিএলে প্রথম দুই দিন দুপুরের ম্যাচ হয়েছে লো স্কোরিং। ঢাকা-বরিশাল ম্যাচও ব্যতিক্রম হলো না।
আজ কিছুটা দেখেশুনে ইনিংস শুরু করেছিল বরিশাল। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। নাজমুল হোসেনকে শান্তকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শুভাগত হোম। পরের দুই ওভারে সৈকত আলী ও তৌহিদ হৃদয়ও ফেরেন। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।
তিন টপ অর্ডার ফেরার পর উইকেটে আসেন গেইল। সাকিব আল হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। দুজনে যোগ করেন ১৯ বলে ৩৩ রান। রুবেল হোসেনের বলে সাকিব উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এ জুটি। ১৯ বলে ২৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক সাকিব।
শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় বরিশাল। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা।
টানা দুই ম্যাচ হেরে এমনিই চাপে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে তারকা ঠাসা ঢাকা। মাচে টস হেরে আগে ব্যাটিং করে ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল।
ঝড় তোলার ইঙ্গিত দিয়েও থামতে হয়েছে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ক্রিস গেইলকে। ৩ চার ও ২ ছক্কা মারলেও আজ স্বভাববিরুদ্ধ গেইলকেই দেখা গেছে। ৩০ বলে ৩৬ রান করা ক্যারিবীয় মহাতারকা ইসুরু উদানাকে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
বিপিএলে প্রথম দুই দিন দুপুরের ম্যাচ হয়েছে লো স্কোরিং। ঢাকা-বরিশাল ম্যাচও ব্যতিক্রম হলো না।
আজ কিছুটা দেখেশুনে ইনিংস শুরু করেছিল বরিশাল। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। নাজমুল হোসেনকে শান্তকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শুভাগত হোম। পরের দুই ওভারে সৈকত আলী ও তৌহিদ হৃদয়ও ফেরেন। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।
তিন টপ অর্ডার ফেরার পর উইকেটে আসেন গেইল। সাকিব আল হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। দুজনে যোগ করেন ১৯ বলে ৩৩ রান। রুবেল হোসেনের বলে সাকিব উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এ জুটি। ১৯ বলে ২৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক সাকিব।
শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় বরিশাল। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩৪ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে