নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সূচি আগেই ঠিক হয়েছিল, অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ সফর নিশ্চিতও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে টেস্ট খেলবে তারা।
বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সফর কতটা নিরাপদ, সেটি দেখতে বাংলাদেশেও এসেছিলেন চার সদস্যের একটি পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফর করবে তারা।
গতকাল বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দুই বোর্ডের পক্ষ থেকেই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় মতোই হবে।’
সূচি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ খেলে ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে অতিথি ক্রিকেটাররা।
সফরসূচি
১৬ অক্টোবর ঢাকায় আসবে প্রোটিয়া দল
২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট, মিরপুর
২৯-অক্টো.-২ নভে. দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর ঢাকা ছাড়বে প্রোটিয়ারা
সূচি আগেই ঠিক হয়েছিল, অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। আজ বাংলাদেশ সফর নিশ্চিতও করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে প্রোটিয়া ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে টেস্ট খেলবে তারা।
বাংলাদেশ ক্ষমতার পট পরিবর্তনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সফর কতটা নিরাপদ, সেটি দেখতে বাংলাদেশেও এসেছিলেন চার সদস্যের একটি পর্যবেক্ষক দল। যে দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশনস ম্যানেজার, দক্ষিণ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি। তাদের সবুজ সংকেত পাওয়ার পরই সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ সফর করবে তারা।
গতকাল বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দুই বোর্ডের পক্ষ থেকেই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় মতোই হবে।’
সূচি ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ঢাকায় খেলে দক্ষিণ আফ্রিকা দল যাবে চট্টগ্রামে। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের সিরিজ খেলে ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবে অতিথি ক্রিকেটাররা।
সফরসূচি
১৬ অক্টোবর ঢাকায় আসবে প্রোটিয়া দল
২১-২৫ অক্টোবর প্রথম টেস্ট, মিরপুর
২৯-অক্টো.-২ নভে. দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর ঢাকা ছাড়বে প্রোটিয়ারা
হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩৩ মিনিট আগেঅ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
১ ঘণ্টা আগেশারমিন আক্তার সুপ্তার অভিষেক হয়েছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর প্রতিপক্ষ হিসেবে তাদের আবার পেয়ে প্রত্যাবর্তনটা রাঙালেন এবার। ১ বছরের বেশি সময় পর দলে ফিরে ৮৯ বলে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও তাঁর...
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট।
৩ ঘণ্টা আগে