বাংলাদেশি আম্পায়ার বললেন ‘না’, আপিল করতে গিয়ে ধপাস কামিন্স

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৪: ৩০
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৫৩
Thumbnail image
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফাইল ছবি

মেলবোর্নে তুমুল আলোচিত যশস্বী জয়সওয়ালের আউটের পরই লাইমলাইটে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেখানে সৈকত ছিলেন তৃতীয় আম্পায়ার। সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টে তিনি আছেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তাঁর বিপক্ষে আপিল করতে করতে পিচের ওপরই পড়ে গেলেন প্যাট কামিন্স।

পিচের ওপর কামিন্সের পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে আজ। ভারতের দ্বিতীয় ইনিংসের ২৭তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আপিল করলেন কামিন্স। সৈকত আঙুল না তুলে ঘাড় নেড়ে তাঁর (কামিন্স) আবেদন প্রত্যাখ্যান করেছেন। এই অবস্থায় পিচে ধপাস করে পড়লেন কামিন্স। টিভি রিপ্লেতে দেখা যায়, অস্ট্রেলিয়ার পেসারের বল লেগসাইডের বাইরে পিচ করেছে। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে অজিরা রিভিউ নেয়নি।

সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্ট শুরু হয়েছে গতকাল। প্রথম দিনে ভারতের বিপক্ষে দুটি আউট নিয়ে আবেদন করলেও সৈকত সাড়া দেননি। দুই ক্ষেত্রেই অজিদের সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন। যার মধ্যে রয়েছে বহুল আলোচিত বিরাট কোহলির বিতর্কিত ক্যাচের ঘটনা। যেখানে কোহলিকে নট আউট দেওয়া হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ওয়াশিংটন সুন্দরের আউট। কামিন্সের বাউন্সার ওয়াশিংটন পুল করতে গিয়ে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হয়েছেন। মাঠের আম্পায়ার সৈকত,মাইকেল গফ কেউ সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে উইকেট আদায় করতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়েছে সৈকতের। আইসিসি ইভেন্টের পাশাপাশি বিদেশের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজেও দেখা যায় বাংলাদেশের এই আম্পায়ারকে। সূত্র জানিয়েছে, এ মাসের শেষে ভারত-ইংল্যান্ড সাদা বলের সিরিজে আম্পায়ারিং করতে ভারতে যাবেন সৈকত।

২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৬,৯ ও ১২ ফেব্রুয়ারি হবে সিরিজের তিন ওয়ানডে। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই সিরিজের আম্পায়ারদের নাম এখনো প্রকাশ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত