ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির দিকে নজর দলগুলোর। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে টুর্নামেন্টের নবম সংস্করণ। কিন্তু যেখানে পাকিস্তান থাকবে, সেখানে ভারতের আপত্তি থাকাও স্বাভাবিক! দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে সব সময়ই বেশ চর্চা হয়।
অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় না ভারত। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ৭ মাস। এর মধ্যে নতুন করে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। এই টুর্নামেন্ট দুবাই কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করতে আইসিসির কাছে অনুরোধ করবে তারা। অন্তত নিজেদের ম্যাচগুলো হলেও পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, এই সংশয় ছিল শুরু থেকেই। পিসিবি ভারতকে তাদের সব ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল।
সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাঠে। এই বছরের মে মাসে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে।
এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য গ্রুপিং ছড়িয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফির দিকে নজর দলগুলোর। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হবে টুর্নামেন্টের নবম সংস্করণ। কিন্তু যেখানে পাকিস্তান থাকবে, সেখানে ভারতের আপত্তি থাকাও স্বাভাবিক! দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে সব সময়ই বেশ চর্চা হয়।
অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে চায় না ভারত। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর ৭ মাস। এর মধ্যে নতুন করে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। এই টুর্নামেন্ট দুবাই কিংবা শ্রীলঙ্কায় আয়োজন করতে আইসিসির কাছে অনুরোধ করবে তারা। অন্তত নিজেদের ম্যাচগুলো হলেও পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। তবে ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, এই সংশয় ছিল শুরু থেকেই। পিসিবি ভারতকে তাদের সব ম্যাচ লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল।
সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার মাঠে। এই বছরের মে মাসে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই ভারতীয় দল টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফর করবে।
এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য গ্রুপিং ছড়িয়ে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। সর্বশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩৬ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে