নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে