ক্রীড়া ডেস্ক
ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জিততে ২৮ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১১ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। এবার ভারতের শোকেসে আরেকটি শিরোপা তুলতে ইতিমধ্যে এক যুগের অপেক্ষা শুরু হয়েছে।
দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষ করার দায়িত্ব এবার রোহিত শর্মার কাঁধে। ১৩০ কোটি ভারতবাসী তাঁর ওপরই ভরসা করছে। তিনিই আস্থার প্রতিদান দেওয়া শুরু করেছেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই তাঁর নেতৃত্বে দল জয় পেয়েছে। শুধু নেতৃত্বই দিচ্ছেন না, সামনে থেকে পথও দেখাচ্ছেন ভারতীয় ওপেনার। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও গতকাল হিরো হয়েছেন তিনি।
একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছেন রোহিত। তবে তাঁর মনোযোগ রেকর্ডে নয়, বিশ্বকাপের ট্রফিতে। ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া বিশেষ কিছু। এর জন্য খুবই খুশি। তবে রেকর্ডস নিয়ে খুব বেশি ভাবতে চাই না। কারণ, আমি জানি অনেক পথ এগিয়ে যেতে হবে এবং যা চাই (বিশ্বকাপ জয়), তা থেকে আমার মনোযোগ হারালে চলবে না।’
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের হয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। এই সেঞ্চুরি দিয়ে আবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৬ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ ৭ সেঞ্চুরির একমাত্র ব্যাটার। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের ৫৫৩ ছক্কাকে পেছনে ফেলে ৫৫৬ ছক্কায় এখন শীর্ষে তিনি।
ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জিততে ২৮ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১১ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। এবার ভারতের শোকেসে আরেকটি শিরোপা তুলতে ইতিমধ্যে এক যুগের অপেক্ষা শুরু হয়েছে।
দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষ করার দায়িত্ব এবার রোহিত শর্মার কাঁধে। ১৩০ কোটি ভারতবাসী তাঁর ওপরই ভরসা করছে। তিনিই আস্থার প্রতিদান দেওয়া শুরু করেছেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই তাঁর নেতৃত্বে দল জয় পেয়েছে। শুধু নেতৃত্বই দিচ্ছেন না, সামনে থেকে পথও দেখাচ্ছেন ভারতীয় ওপেনার। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও গতকাল হিরো হয়েছেন তিনি।
একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছেন রোহিত। তবে তাঁর মনোযোগ রেকর্ডে নয়, বিশ্বকাপের ট্রফিতে। ম্যাচ-সেরার পুরস্কার নেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া বিশেষ কিছু। এর জন্য খুবই খুশি। তবে রেকর্ডস নিয়ে খুব বেশি ভাবতে চাই না। কারণ, আমি জানি অনেক পথ এগিয়ে যেতে হবে এবং যা চাই (বিশ্বকাপ জয়), তা থেকে আমার মনোযোগ হারালে চলবে না।’
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের হয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত। এই সেঞ্চুরি দিয়ে আবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৬ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ ৭ সেঞ্চুরির একমাত্র ব্যাটার। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের ৫৫৩ ছক্কাকে পেছনে ফেলে ৫৫৬ ছক্কায় এখন শীর্ষে তিনি।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে