বিদায়ে ইমরুল টিকলেন ২ মিনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৪
Thumbnail image
দুই দলের ক্রিকেটাররা গার্ড অব অনার দিয়েছেন ইমরুল কায়েসকে। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনেও বোলারদের আধিপত্য। মিরপুরে আজ পড়েছে ১৭ উইকেট, আর চট্টগ্রামে আগের দিন পড়েছিল ১৮ উইকেট। তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা এই ব্যাটার এবার তুলে নিয়েছেন প্রথম শ্রেণি ক্রিকেটে নবম সেঞ্চুরি।

মিরপুরে খুলনা-ঢাকার ম্যাচ জমে উঠেছে বোলারদের দাপটে। ১০৪ রানের লক্ষ্য কাল ব্যাটিংয়ে নামবে ঢাকা। প্রথম ইনিংসে খুলনার ১৭২ রানের জবাবে আরিদুল ইসলাম আকাশ ও মাসুম খান টুটুলের দুর্দান্ত বোলিংয়ে ১৬০ রানে গুটিয়ে যায় ঢাকা। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুলনা গুটিয়ে যায় ৯১ রানে।

দ্বিতীয় ইনিংসে শেষবারের মতো ব্যাট হাতে নামেন অভিজ্ঞ ইমরুল কায়েস। গার্ড অব অনার পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি খুলনার এই বাঁহাতি ব্যাটার। মাত্র ২ মিনিটের ইনিংসে ১ রান করে শেষ হয় তাঁর ১৭ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ার। প্রথম ইনিংসে করেছিলেন ২৭ বলে ১৬ রান। দুই ইনিংসেই ইমরুলকে ফেরান ঢাকার পেসার এনামুল হক।

নিজেদের মাঠে চট্টগ্রাম শেষ দুই উইকেটে ৭৯ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৫২ রান। ১৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০২ রান তুলেছে রাজশাহী। এ পর্যন্ত তাদের লিড হলো ৬২। জাতীয় লিগে নতুন পেসার আহমেদ শরীফ প্রথম শ্রেণি ক্রিকেটে প্রথমবারের মতো শিকার করেছেন ৫ উইকেট। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে সাব্বির হোসেনের ব্যাট থেকে। বড় কোনো জুটি না হলে এই ম্যাচের ফলাফল পাওয়া যেতে পারে কালই।

সিলেটে হারের শঙ্কায় ঢাকা মহানগর। অধিনায়ক অমিতের সেঞ্চুরিতে ২৪৬ রানের লিড নিয়েছে সিলেট। আগের দিনের ২ উইকেটে ১৩৭ রান থেকে আজ তাদের প্রথম ইনিংস থেমেছে ৩৭৬ রানে। ২০২ বলে ১০১ রান করেছেন অমিত। ইনিংসে ছিল ১৩টি চার। ২৪৬ রানে পিছিয়ে থেকে মহানগর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই পড়েছে বিপর্যয়ে। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। দুই পেসার রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ জোড়া আঘাতে মহানগরের ব্যাটিংয়ে ধস নামান। এখনো তারা পিছিয়ে ১৯৭ রানে।

রাজশাহীতে চার ফিফটিতে প্রথম ইনিংসে ৩৩৬ রান করে বরিশাল। জবাবে দিন শেষে রংপুর ৫ উইকেটে ২১৮ রান করেছে আজ। বরিশালের চেয়ে এখনো ১১৮ রানে পিছিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত