ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।
বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।
বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।
আকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১১ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৩ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৩ ঘণ্টা আগেআগে বেশ কয়েকবারই মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের কথা শোনা গেলেও আলোর মুখে দেখেনি। তবে এবার মেয়েদের বিপিএল আলোর মুখ দেখার পথে। সবকিছু পরিকল্পনা মতো হলে আগামী ফেব্রুয়ারিতেই হবে মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
১৪ ঘণ্টা আগে