তবে কি শেষ বুমরার চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
জসপ্রীত বুমরার চ্যাম্পিয়নস ট্রফি শেষ বলছে ভারতীয় সংবাদমাধ্যম। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।

বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত