আইপিএল নিয়ে বেশি আশা করছেন না রিশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৪: ২৬
Thumbnail image
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রিশাদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।

সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর দুই দিন ব্যাপী হবে ২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম। বাংলাদেশের ১২ ক্রিকেটারের সঙ্গে নিলামের তালিকায় আছেন রিশাদও। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা তেমন একটা সুযোগ পাননা, সেটা হয়তো অতীতে টুর্নামেন্টের নিলাম দেখে বুঝতে পেরেছেন তিনি। মিরপুরে আজ অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইপিএলের প্রসঙ্গ আসতেই একটু হাসলেন রিশাদ। বাংলাদেশের তরুণ লেগস্পিনার বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। তবে আমি বেশি আশা করি না। বেশি আশা করলে পরে কষ্ট পেতে হয়। বিপিএলেও প্রথমে দল পাইনি, পরে পেয়েছি। তাই সবকিছু আল্লাহর হাতে। ভাগ্যে থাকলে হবেই।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাদপ্রদীপের আলোয় এসেছেন রিশাদ। লেগস্পিনের জাদুতে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট। জিম আফ্রো টি-টেন, বিগ ব্যাশ লিগেও দল পেয়েছেন তিনি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি রিশাদের। ভারতের বিপক্ষে গত মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়েছেন ৩ উইকেট। রান বিলিয়েছেন মুক্ত হস্তে।

রিশাদ জানেন, ক্রিকেটে এমন উত্থান-পতনের মধ্য দিয়েই যেতে হয়। কখনো আসে আকাশ ছোঁয়া সাফল্য। কখনোবা হতাশার দিন চলে আসে ক্রিকেটে। রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে আজ ২২ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘ক্রিকেটে খারাপ সময় আসবেই। এটা কারও নিয়ন্ত্রণে নেই। আমি নিজের স্কিল নিয়ে কাজ করছি, চেষ্টা করছি আবার নিজের সেরা ছন্দে ফেরার।’

টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে না পারায় বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে তেমন একটা সুযোগ পান না। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনেক সময় অনাপত্তিপত্র (এনওসি) দেয় না। শরীফুল ইসলাম, তাসকিন আহমেদের কাছে আইপিএলের প্রস্তাব এলেও খেলার সুযোগ পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত