Ajker Patrika

মাহমুদউল্লাহকে ওপরে খেলানোর অনুরোধ আকরামের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০: ৪৪
মাহমুদউল্লাহকে ওপরে খেলানোর অনুরোধ আকরামের

বিশ্বকাপ শুরুর আগেে থেকেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করে খেলছিল বাংলাদেশ। বিশ্বকাপেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। একের পর এক ম্যাচে ব্যাটারদের অর্ডার পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে অনেক সমালোচনা হলেও পরিবর্তন বন্ধ হয়নি। 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও তাঁর। ৫ ম্যাচে ২১৮ রান করেছেন তিনি। দলের হয়ে আর কোনো ব্যাটার ২০০ করতে পারেননি। অথচ অভিজ্ঞ এই ব্যাটার টুর্নামেন্টে খেলছেন লোয়ার অর্ডারে।

ধারাবাহিক ছন্দে থাকার কারণে যখন মাহমুদউল্লাহর ওপরে খেলা উচিত, তখন টিম ম্যানেজমেন্ট তাঁকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে নেমে সেঞ্চুরি করার পরও যেমন তাঁকে গতকালের ম্যাচে ৭ নম্বরে নামানো হয়েছে। এমন ঘটনায় অবাক হয়েছেন ওয়াসিম আকরাম। তাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহকে ওপরে নামাতে। 

গতকাল নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে বাংলাদেশ ম্যাচ হারার পর পাকিস্তানের ক্রীড়া চ্যানেল এ স্পোর্টসের প্যাভিলিয়ন অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন আকরাম। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘মাহমুদউল্লাহকে দয়া করে ওপর নিয়ে আসো। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ, তখন প্রধান ব্যাটারকে চারে অথবা পাঁচে খেলান। জানি না এর পেছনে কারণ কী। আশা করি কেউ আমাকে ব্যাখ্যা করবেন কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে। বিশেষ করে যদি শুরুতে ৩ উইকেট চলে যায়, তাহলে মাহমুদউল্লাহকে পাঠাও, সে এক প্রান্ত ধরে রাখবে। কিন্তু এসবের কিছুই ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত