ভারতের পারফরম্যান্স দেখে শিখতে বললেন রমিজ  

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১২: ৪৩
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২: ৪৮

সাদা বলের ক্রিকেটে চলতি বছর বেশ দুর্দান্ত পারফরম্যান্স করছে ভারত। ঘরের মাঠে টানা দুই ওয়ানডে সিরিজ জিতল ভারতীয়রা। ভারতীয় ক্রিকেট দলের ধারাবাহিক পারফরম্যান্স থেকে পাকিস্তানকে শিখতে বললেন রমিজ রাজা।

শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ২০২৩-এর শুভসূচনা করেছিল ভারত। টি-টোয়েন্টির পর ওয়ানডেতে ভারত রীতিমতো অপ্রতিরোধ্য। গুনে গুনে টানা পাঁচটি ওয়ানডে জিতেছে ভারতীয়রা, যার শুরুটা ভারত করেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে। যেখানে ১৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছেন রোহিতরা। এই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে ভারত।

ঘরের মাঠে ভারতের এমন দুর্দান্ত পারফরম্যান্স অন্যান্য দলের শেখা উচিত বলে মনে করেন রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘ভারতের মাঠে ভারতকে হারানো বেশ কঠিন। পাকিস্তানসহ অন্যান্য উপমহাদেশের দলের ভারতের থেকে শেখা উচিত। পাকিস্তানে অনেক প্রতিভা আছে, তবে ম্যাচ জয় বা সিরিজ জয়ের বিচারে ভারতের মতো ধারাবাহিক না। বিশ্বকাপের বছরে এটা ভারতের জন্য ভিন্ন এক মাইলফলক।’

ভারতের মতো পাকিস্তানও এ বছর এখন পর্যন্ত সব ম্যাচ খেলেছে নিজেদের মাঠে। ১ টেস্ট ও ৩ ওয়ানডে—এই চার ম্যাচের সবই খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। টেস্ট ম্যাচ ড্র করলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান, যেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তানিরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত