১৩ বছর বয়সী ক্রিকেটারকে কোটিপতি বানিয়ে দিল আইপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকা 
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২২: ০৩
Thumbnail image
বিভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিল রাজস্থান রয়্যালস। ছবি: স্পোর্টস্টারের সৌজন্যে

বিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।

বোঝাই যাচ্ছে, বৈভব এখনো বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পার হয়নি। তবে তাকে কী দেখে এত আগ্রহ দেখাল রাজস্থান? ভারতীয় সংবাদমাধ্যমে কদিন ধরেই এ নামটি বেশ কবার এসেছে। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন ১৩ বছরের বৈভব। নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের সঙ্গে তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।

১৩ বছর বয়সেই বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। হয়তো রাজস্থানের মনে হয়েছে এই কিশোরকে পরিচর্যা করলে দারুণ কিছু করতে পারে।

আইপিএলের নিলামে যখন এ রকম চমকজাগানিয়া ঘটনা, তখন সুখবর নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ১৩ ক্রিকেটার এবার নাম দিয়েছিলেন আইপিএল নিলামে। শুধু মোস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনের নাম নিলামে উঠেছে, কিন্তু কোনো দল কেনেনি তাঁদের। সাকিব-লিটনদের মতো বাংলাদেশি তারকাদের নামই ওঠেনি নিলামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত