দক্ষিণ আফ্রিকা সফরের ফল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, বলছেন শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১১: ২৬
Thumbnail image

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডেতেও ধবলধোলাই হয়েছে ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে জিতে সফর শুরু করলেও পরে আর একটি ম্যাচও জিততে পারেননি বিরাট কোহলি-লোকেশ রাহুলরা। ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী অবশ্য মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরের ফল দিয়ে ভারতকে বিচার করাটা ঠিক হবে না।

শাস্ত্রীর দাবি, এই ফল দিয়ে ভারতের এই দলটার সঠিক মূল্যায়ন হবে না। তিনি মনে করেন, একটি দলের পক্ষে সব সিরিজ জেতা কখনোই সম্ভব নয়, ‘একটা সিরিজ হারলেই মানুষ সমালোচনা শুরু করে। কোনো দল সব ম্যাচ জিততে পারে না। এই  দলটা গত পাঁচ বছর ধরে এক নম্বর দল ছিল। তারা একাধিক সাফল্য পেয়েছে। হঠাৎ করেই খারাপ হয়ে যাবে কেন? ভারতীয় দলকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’  

টেস্ট সিরিজ হারের পর কোহলি হঠাৎ নেতৃত্ব ছেড়ে দেন। অধিনায়ক হিসেবে কাপ না জিতলেও ক্রিকেটার হিসেবে তাঁর গুরুত্ব কোনো দিন কমবে না বললে মনে করেন শাস্ত্রী। সাবেক এই ভারতীয় কোচ বলেন, ‘নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বিরাটের নিজের। সেটাকে সম্মান জানাই। তার আগে অনেক বড় ক্রিকেটাররাও অধিনায়কত্ব ছেড়েছে। গাভাস্কার, শচীন, ধোনি ছেড়েছে। এবার বিরাট ছাড়ল। পরে তারা প্রত্যেকেই ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছিল।’

এর আগেও ভারতীয় ক্রিকেটে অনেক অধিনায়ক তাঁদের সময় একটাও বিশ্বকাপ জেতেননি মনে করিয়ে দিয়ে শাস্ত্রী বলেন, ‘সৌরভ, দ্রাবিড়, কুম্বলে জেতেনি। ওরা কি তাহলে খারাপ ক্রিকেটার? ভারতের কিন্তু দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে—কপিল ও ধোনি। শচীকেও বিশ্বকাপ জিততে ছয়টি বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত