‘আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন সিরিজ-সেরা হিসেবে’

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১: ৫৯
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২: ১২
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জিতল বাংলাদেশ। সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। ছবি: এএফপি

জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট বাংলাদেশ। মনে হচ্ছিল, প্রথম ইনিংসেই হারের দিকে খানিকটা এগিয়ে গেল অতিথিরা। কিন্তু স্কোর ছোট হলেও নাহিদ রানার তোপ দাগানো বোলিংয়ে উল্টো ১৮ রানের লিডই নিয়েছিল সফরকারীরা। দলকে লড়াইয়ে ফিরিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন এই তরুণ পেসারই। ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের শক্ত ভিত এনে দেন জাকের আলী অনিক। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। আর ১০১ রানের অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ দল।

তবে পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও কেসি কার্টি ও আগের টেস্টে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভসকে ফিরিয়েছেন এই অভিজ্ঞ পেসার। দুই টেস্ট মিলে ১১ উইকেট ও ব্যাট হাতে ২৩ রান করে সিরিজ-সেরা পুরস্কারও উঠেছে তাঁর হাতে। অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেটসহ নিয়েছেন ৮ উইকেট। জ্যামাইকা টেস্টে শিকার ৩টি।

সিরিজ-সেরা হয়ে উচ্ছ্বসিত তাসকিন ম্যাচ শেষে বললেন, ‘দুটা ম্যাচেই সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন সিরিজ-সেরা হিসেবে। আরও অনেক আসবে। আমি আমার কাঁধ নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো। আশা করছি এমন বড় অর্জন আরও হবে সামনে।’

আগস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ভারত ও নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো সেই লজ্জা পেয়েছিল বাংলাদেশ দল। তাসকিন জানিয়েছেন, পরপর দুই সিরিজ হারে কিছুটা হতাশা জেঁকে বসেছিল দলে। সেখান থেকে প্রত্যাবর্তনের চেষ্টা করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই অভিজ্ঞ পেসার বললেন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানে সিরিজ জয়ের পর কয়েকটা সিরিজ হারায় আমরা মোরালি ডাউন ছিলাম। আমরা অনেক শক্তিশালীভাবে ফিরে এসেছি।’

ওয়েস্ট ইন্ডিজে ২০০৯ সালের পর কোনো টেস্ট জিতল বাংলাদেশ। ১৫ বছর পর এটি বড় জয় হিসেবে দেখছেন তাসকিন, ‘এটা আমাদের অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলই সংগ্রাম করে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত