এত দিন পর ভোটার হলেন মিরাজ!

প্রতিনিধি, খুলনা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ১৯: ৪৭
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৯: ৫৭

নতুন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি। 

আজ (২৫ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মিরাজ ও তাঁর স্ত্রী জাতীয় পরিচয়পত্রের (এনআইডি কার্ড) জন্য নিবন্ধন ফরম জমা দেন। তাঁদের ফরম গ্রহণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ। খুলনা মহানগরীর খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে নিবন্ধন ফরমে উল্লেখ করেছেন মিরাজ দম্পতি। 

নতুন ভোটার হিসেবে নিবন্ধন করার প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, 'অনেক আগেই ভোটার হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটীয় ব্যস্তায় সময় পাইনি। গত চার-পাঁচ বছর অনেক ব্যস্ত সময় পার করেছি এবং বিভিন্ন জায়গায় সফর করেছি। খুলনাতেও তেমন আসতে পারিনি। এ জন্য এত দিন নিবন্ধন করা হয়নি। এখন নিবন্ধন করতে পেরে খুব ভালো লাগছে। আপাতত ব্যস্ততা না থাকায় এদিকে অনেক সময় দিতে পারছি। এনআইডি কার্ড খুব প্রয়োজনীয় জিনিস। এ ছাড়া কলেজের বিভিন্ন কাগজপত্র, ফরমও প্রস্তুত করতে ফেলেছি। সব মিলিয়ে বেশ বড় সময় নিয়ে কাজগুলো করতে পেরেছি।' 

মিরাজের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন ফরম গ্রহণ করছেন খালিশপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ২৩ বছর বয়সী অলরাউন্ডার আরও বলেন, 'সঠিক সময়ে প্রত্যেক নাগরিকেরই ভোটার হওয়া প্রয়োজন। সময় স্বল্পতার কারণে আমি আগে ভোটার হতে না পারলেও আমার চাওয়া, সবাই যাতে যথাসময়ে ভোটার হন।' 

এত দিন জাতীয় পরিচয়পত্র ছাড়া কীভাবে সব কাজ করেছেন-এ প্রশ্নে মিরাজের জবাব, 'পাসপোর্ট দিয়ে কাজ চালিয়েছি। এখন তো করোনার টিকার নিতেও ভোটার আইডি কার্ড লাগছে। তাই নিবন্ধন করে ভালোই লাগছে।' 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত