ক্রীড়া ডেস্ক
শচীন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির বন্ধুত্ব নিয়ে বহু চর্চা হয়েছে। সেই স্কুল ক্রিকেটের রেকর্ড জুটির আগে থেকেই গলায়-গলায় বন্ধুত্ব। শচীনের সেই বন্ধু কাম্বলি এবার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে নেন এক প্রতারক। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লাখ ১৪ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)। একাধিক ভারতীর সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
ভারতীর সংবাদমাধ্যম বলছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কাম্বলিকে ফোন করেন সেই প্রতারক। তাঁর অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার কথা জানান। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই প্রতারকের কথা অনুযায়ী কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপের সহায়তায় কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যান সেই ব্যক্তি।’
সেখান থেকে অ্যাকাউন্টে থাকা সব টাকা গায়েব করে দেন সেই প্রতারক। প্রতারণার শিকার বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেন কাম্বলি। ব্যাংক ও সাইবার পুলিশের সহায়তায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পান তিনি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোন অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ।
শচীন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির বন্ধুত্ব নিয়ে বহু চর্চা হয়েছে। সেই স্কুল ক্রিকেটের রেকর্ড জুটির আগে থেকেই গলায়-গলায় বন্ধুত্ব। শচীনের সেই বন্ধু কাম্বলি এবার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে নেন এক প্রতারক। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লাখ ১৪ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)। একাধিক ভারতীর সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।
ভারতীর সংবাদমাধ্যম বলছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কাম্বলিকে ফোন করেন সেই প্রতারক। তাঁর অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার কথা জানান। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই প্রতারকের কথা অনুযায়ী কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপের সহায়তায় কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যান সেই ব্যক্তি।’
সেখান থেকে অ্যাকাউন্টে থাকা সব টাকা গায়েব করে দেন সেই প্রতারক। প্রতারণার শিকার বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেন কাম্বলি। ব্যাংক ও সাইবার পুলিশের সহায়তায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পান তিনি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোন অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে