যেখানে শচীনকেও পেছনে ফেললেন বাবর

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ১৬: ১০

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তিন ম্যাচের সিরিজে এক ফিফটি ও দুই সেঞ্চুরিতে ২৭৮ রান করে হয়েছেন সিরিজ সেরা। চোখধাঁধানো পারফরম্যান্সের পর এবার  সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন বাবর। 

এতদিন ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে ছিলেন শচীন । এবার ভারতীয়  কিংবদন্তিকে   টপকে ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে  এখন ১৫তম অবস্থানে উঠে এসেছেন বাবর। আর শচীন নেমে গেছেন ১৬তে। ৯৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের এই  তালিকার সবার উপরে রয়েছেন ক্যারিবিয়ান  কিংবদন্তি ব্যাটার স্যার ভিভ রিচার্ডস। বর্তমান সময়ে খেলা   ক্রিকেটারদের মধ্যে বাবরের উপরে  আছেন শুধু বিরাট কোহলি।  ৯১১ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে  আছেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এখন তৃতীয় অবস্থানে আছেন বাবর । ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার ৭ নম্বরে আছেন জাভেদ মিয়াঁদাদ এবং ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে পাকিস্তানের আরেক কিংবদন্তি জহির আব্বাস।   

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত